বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে যেমন জনসংখ্যা বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির (Car) সংখ্যা। এমতাবস্থায়, প্রতিটি দেশের প্রতিটি শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। ২০২৪-এর একটি সমীক্ষার রিপোর্ট বলছে, পৃথিবীতে গাড়ির সংখ্যা ১৪ হাজার কোটি ছাড়িয়েছে। প্রতি ১ হাজার জনের মধ্যে ১৮২ জনের গাড়ি রয়েছে। অর্থাৎ বলা যায় প্রায় প্রত্যেক বাড়ি বাড়িতেই এখন গাড়ি। আর গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণেই আজ পরিবেশ দূষণও বেড়েছে। এমনকি গাড়ির ধোঁয়া থেকে বাড়ছে বিভিন্ন রকমের অসুখ।
বিশ্বের এই ৩ টি শহরে চলে না গাড়ি (Car):
তাই বিশ্বকে বাঁচাতে অনেক দেশেই পরিবেশ বান্ধব গাড়ির (Car) ওপর জোর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বহু দেশে এমন কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে গাড়ি চলে না। আর চললেও হাতে গোনা মাত্র কয়েকটা গাড়ি চলাচল করে। তবে এইসব শহরে আসার জন্য মানুষ স্বপ্ন বোনে। এই শহরগুলি কি কি দেখুন:
১. জারম্যাট, সুইজারল্যান্ড: বরফে ঘেরা এই দেশে যেতে কে না চায়! শীতের চাদরে ঢাকা এই দেশ যেমন শান্ত তেমনি স্নিগ্ধ। এই দেশেরই অন্যতম শহর হচ্ছে জারম্যাট। ম্যাটারহর্ন পর্বতের পাদদেশের কাছেই এই শৈলশহর। জারম্যাটে কিন্তু তেমন গাড়ি (Car) চলে না। জারম্যাটে যাওয়ার জন্য রয়েছে শুধুমাত্র ট্রেনের ব্যবস্থা। এই শহর থেকে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে ট্যাস্ক নামে একটি জায়গা। সেখান থেকেই ট্রেন পাওয়া যায়। এমনকি জারম্যাটে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে গেলেও রয়েছে কঠোর সব নিয়ম। তবে, পাহাড়ে ওঠার জন্য মাউন্টেন বাইক ব্যবহার করা যায়। এছাড়াও ই-ট্যাক্সি ও ই-বাইকেরও সুবিধা রয়েছে। পর্যটকরা হেঁটেও এই শহর ভ্রমণ করেন।
আরও পড়ুন: IPL-এ করেছিলেন বাজিমাত! ভারতীয় দলে এবার “এন্ট্রি” নেবেন এই দুর্ধর্ষ বোলার, হয়ে গেল কনফার্ম
২. ভেনিস, ইটালি: গাড়িবিহীন ইতালির ভেনিস সবচেয়ে বেশি বিখ্যাত। অপূর্ব সুন্দর এই শহরটি দেখলে মনে হবে যেন ঈশ্বর সময় নিয়ে বানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে এত সুন্দর শহরেও গাড়ি (Car) নেই বললেই চলে। ১২৬ টি দ্বীপ নিয়ে তৈরি ভেনিসে বেশির ভাগ মানুষ পায়ে হেঁটে চলাফেরা করেন। তবে অনেকে আবার সাইকেল নিয়েও যাতায়াত করেন। সব থেকে বড় কথা হচ্ছে এই শহরে কোনও রাস্তা নেই। পুরোটাই জলপথের ওপর নির্ভরশীল। তাই যাতায়াতের জন্য সকলে গোন্ডালা ব্যবহার করেন। গোন্ডালা হলো এক ধরনের নৌকো। এর মাধ্যমেই বাসিন্দা এবং পর্যটকেরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন।
আরও পড়ুন: আচমকাই পরিকল্পনা বদল আদানির! এই সেক্টরে খরচ করবেন ৩৩ হাজার কোটি, চমকে দেবে কারণ
৩. লামু, কেনিয়া: বিশ্বের মধ্যে এই শহরেও গাড়ির (Car) ব্যবহার নেই বললেই চলে। কেনিয়ার খুব পুরনো একটি শহর লামু। এখানে বসবাসকারী বাসিন্দারা গাধার পিঠে চেপে যাতায়াত করেন। এমনকি মালপত্র বহণের জন্যও গাধাদের ব্যবহার করা হয়। এইভাবেই দিনযাপন করেন তাঁরা।