অল্পের জন্য রক্ষা, বড়সড় দুর্ঘটনার শিকার শতরূপ ঘোষের গাড়ি! পুলিশে অভিযোগ বাম নেতার

বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল জনপ্রিয় বাম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh) গাড়ি। খাস কলকাতায় বিপদের মুখে সিপিএম নেতা (CPM Leader)। জানা গিয়েছে শুক্রবার রাত ১০টা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি। সেইসময় গাড়িতে শতরূপ না থাকলেও ছিলেন তার স্ত্রী এবং পরিবারের আরও সদস্য।

অভিযোগ, হঠাৎই একটি গাড়ি এসে ধাক্কা মারে শতরূপের গাড়িতে। ঘটনায় গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তার স্ত্রী ও পরিবারের ওপর সদস্য সুরক্ষিত রয়েছেন। তবে এরপরই, অপর গাড়ির যাত্রীরা নেতার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই নিয়েই আলিপুর থানায় গতকাল রাতেই অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ ও তার স্ত্রী।

শতরূপ ঘোষের গাড়িতে ওপর যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি আইপিএস (IPS) ওয়েলফেয়ার সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বলে দাবি করেন বাম নেতা। শতরূপের অভিযোগ, ধাক্কা মারার পরও ওই গাড়ির চালক শতরূপের স্ত্রী ও পরিবারের সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপরই রাতেই তড়িঘড়ি আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ।

শুক্রবারের এই ঘটনার পর শতরূপ বলেন, মুখ্যমন্ত্রী গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনা হয়। তবে তিনি তেমন কোনো অভিযোগ আনছেন না। তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি তুলছেন না তিনি। বাম নেতার কথায়, আইপিএসদের গাড়ি বলে সাধারণ মানুষকে কেন হেনস্থা করার অধিকার নেই কারও।

shatarup ghosh , wife

এদিন থানায় অভিযোগ দায়ের করে পুলিশের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আইপিএস বলে যেন আলাদাভাবে ব্যবস্থা না করা হয়, পুলিশ যেন আইন মেনে কাজ করে। পাশাপাশি, পরিবারের সদস্যদের কোনও আঘাত না লাগলেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন শতরূপ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর