বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। জানা গিয়েছে, এবার থেকে কলকাতার (Kolkata) রাস্তায় গাড়ি পার্কিং করতে গেলেই করতে হবে অতিরিক্ত খরচ। পাশাপাশি, সবরকম গাড়ির ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে পার্কিং ফি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ম লাগু হয়ে যাচ্ছে ১ এপ্রিল অর্থাৎ শনিবার থেকেই।
এদিকে, ইতিমধ্যেই এই বর্ধিত পার্কিং ফি-কে ঘিরে প্রতিক্রিয়া মিলেছে শহরবাসীদের কাছ থেকে। তাঁদের মতে, এক ধাক্কায় অনেকটাই ফি বাড়িয়ে দেওয়া হয়েছে পুরসভার তরফে। পাশাপাশি, এর আগেও নির্ধারিত অঙ্কে ফি না নিয়ে কোথাও কোথাও ইচ্ছেমতো পার্কিং ফি নেওয়া হত বলেও দাবি জানান তাঁরা। তবে, কলকাতা পুরসভার (KMC) চলতি অর্থবছরের বাজেটে এই প্রস্তাব আগেই পাশ হয়েছিল।
কত বাড়ল ফি: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দু’চাকার গাড়ির জন্য আগের ফি অনুযায়ী প্রতি ঘন্টায় দিতে হত ৫ টাকা। তবে, এখন দু’ঘণ্টার জন্য দিতে হবে ১০ টাকা। তবে, সেক্ষেত্রে ৩ ঘণ্টা হলেই ফি-র পরিমান বেড়ে হবে ৪০ টাকা। আবার ৪ ঘণ্টার ক্ষেত্রে পার্কিং ফি দিতে হবে ৬০ টাকা। শুধু তাই নয়, ৫ ঘণ্টার জন্য ফি-র পরিমান হল ৮০ টাকা। এমনকি, ওই সময়ের পর প্রতি ঘণ্টার নিরিখে দিতে হবে ৫০ টাকা।
চার চাকার ক্ষেত্রে খরচের পরিমান: চার চাকার যানবাহনের ক্ষেত্রে আগে প্রতি ঘণ্টায় পার্কিং ফি বাবদ দিতে হত ১০ টাকা। তবে, বর্তমানে সেটি দ্বিগুণ হয়েছে। এখন ২ ঘণ্টা গাড়ি রাখলে পার্কিং ফি বাবদ দিতে হবে ৪০ টাকা। পাশাপাশি ৩ ঘণ্টার ক্ষেত্রে ৮০ টাকা, ৪ ঘণ্টার জন্য ১২০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ফি-এর পরিমান দাঁড়াবে ১৬০ টাকায়। এদিকে, ওই সময়ের পর প্রতি ঘণ্টায় ১০০ টাকা করে দিতে হবে।
বাস-লরির ক্ষেত্রে খরচের পরিমান: প্রসঙ্গত উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত বাস-লরির মত বড় যানবাহনের ক্ষেত্রে পার্কিং ফি ছিল প্রতি ঘণ্টায় ২০ টাকা। তবে, এখন সেটাই বেড়ে হয়েছে ৪০ টাকায়। শুধু তাই নয়, ৪ ঘণ্টার জন্য এই ফি-এর পরিমান হল ২৪০ টাকা। পাশাপাশি, ৫ ঘণ্টা হয়ে গেলেই ফি বেড়ে হবে ৩২০ টাকায়। তবে, এখানেই শেষ নয়, তারপর থেকে প্রতি ঘণ্টায় এই ফি-বাবদ দিতে হবে ২০০ টাকা করে।