আর যাচ্ছেনা সামলানো! এই একটা কারণেই ভারতে ফের বাড়তে চলেছে গাড়ির দাম

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক দশকে ভারতের (India) বাজারে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ি বিক্রির হার। দেশের মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধির সাথে সাথেই ভারতে (India) চার চাকা বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে লক্ষণীয় ভাবে। তবে বিগত কয়েক মাসে ক্রমাগত কাঁচামালের দাম বৃদ্ধির ফলে এবার গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে একাধিক সংস্থা।

ভারতের (India) বাজারে গাড়ির দাম বৃদ্ধি

গাড়ি (Car) প্রস্তুতকারী সংস্থাগুলি দাবি করেছে, কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সামগ্রিক খরচেও বেশি টাকা ব্যয় করতে হচ্ছে তাদের। তাই আগামী মাস থেকেই দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে তারা। তবে গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকের উপর যাতে বাড়তি চাপ সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবে সংস্থাগুলি।

আরও পড়ুন : ‘বাংলার নারীশক্তির রক্ষাকবচ’! মমতার বিরুদ্ধে BJP-র বাজি অগ্নিমিত্রা? মুখ খুললেন পদ্ম নেতা

বিশেষজ্ঞরা আবার বলছেন, সাম্প্রতিক অতীতে ছোট কম দামি গাড়ি বিক্রি কমেছে অনেকটাই। গাড়ির দাম বৃদ্ধির ফলে ছোট গাড়ি বিক্রির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা। ভারতের অন্যতম বৃহত্তম চারচাকা প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি সম্প্রতি জানিয়েছে, প্রায় ৪ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পেতে চলেছে তাদের সমস্ত মডেলেই।

আরও পড়ুন : ‘বললেই…’, এবার হাইকোর্টে পিছু হঠতে হল বিকাশরঞ্জন ভট্টাচার্যকে! কোন মামলায়?

টাটা মোটরসের পাশাপাশি হুন্ডাই মোটর ৩% পর্যন্ত দাম বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও ৩% পর্যন্ত দাম বৃদ্ধি করছে তাদের একাধিক মডেলের। পাশাপাশি আগামী এপ্রিল মাস থেকেই গাড়ির দাম বৃদ্ধির (Price Hike) পথে হাঁটছে কিয়া, হন্ডা কারস, রেনল্ট এবং বিএমডব্লিউর মতো সংস্থাও।

ডেলয়েটের পার্টনার রজত মহাজনের মতে, সাধারণত ক্যালেন্ডারবর্ষের (জানুয়ারি-ডিসেম্বর) শুরুতে ও অর্থবর্ষের শুরুর দিকে মোট বছরে দুবার গাড়ির দাম বৃদ্ধি করে থাকে প্রস্তুতকারী সংস্থাগুলি। গাড়ির দাম বৃদ্ধির ক্ষেত্রে কাঁচামালের পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। ভারতীয় মুদ্রার নিরিখে গত ছয় মাসে প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ডলারের দাম।

Car price hike in India

সেই কারণে সংস্থাগুলির গাড়ির যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির খরচ বেড়েছে অনেকটাই। রজত মহাজনের আরও বক্তব্য, অনেক সংস্থা আবার বিদেশ থেকে সম্পূর্ণ যন্ত্রাংশ কিনে এনে ভারতে (India) অ্যাসেম্বলিং করে। সেক্ষেত্রে তাদের খরচ গত কয়েক মাসে মাত্রা ছাড়িয়েছে। তবে আশা করছি, কম দামি মডেলগুলির দাম বাড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবে সংস্থাগুলি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর