প্রচারে বেরোনোর আগেই বিপত্তি! চুরি গেল ময়নাগুড়ির প্রার্থীর গাড়ির চাকা

বাংলাহান্ট ডেস্কঃ একুশের ভোটের প্রার্থী তালিকা ঘোষিত হতেই, টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছেন একাধিক নেতা-নেত্রীরা। তাঁদের মধ্যে কেউ কেউ এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে এবারের ভোটে তাঁরা টিকিটের দাবিদার। কিন্তু টিকিট কেন মিলল না, সেই ক্ষোভ নিয়েই একে একে দল ত্যাগ করেছেন অনেকেই। তবে রাজনীতির সঙ্গে জার বিন্দুমাত্র ওঠাবসা নেই, সেও কিনা এবারের ভোটের প্রার্থী! আর এবার সেই প্রার্থীর কাছ থেকেই উঠে এল চাঞ্চল্যকর খবর।

জানা যাচ্ছে, ময়নাগুড়ির (Maynaguri) বিলাস সরকারের (Bilas Sarkar) ধানের ছোটখাট ব্যবসা। তা নিয়েই স্বামী-স্ত্রীর নির্ঝঞ্ঝাট সংসার। কাজের প্রয়োজনে কিনেছিলেন একটি পিকআপ ভ্যানও। কিন্তু রাজনীতির ময়দানে নেতা-নেত্রীদের বক্তব্য শুনতে ভালোই লাগত তাঁর। একথা গল্পের মধ্যে বন্ধুদের সাথে আলোচনা করতেই ভোটে দাঁড়ানোর পরামর্শ দেয় তাঁরা। আপত্তি করেননি স্ত্রীও। তাই একেবারে নির্দল প্রার্থী (Independent Candidate)  হিসেবেই ভোটে দাঁড়িয়ে পড়লেন তিনি। এবার দরকার জোর প্রচার। তার জন্য নিজেরই পিকআপ ভ্যানকে ব্যবহার করার কথা ভেবেছিলেন তিনি। সেখানেই ঘটল বিপত্তি।

Stolen Car Wheel

প্রচারে (Election Campaign)বেরোনোর উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির পিছনের দুটি চাকা হাওয়া। যা দেখে রীতিমত ঘাবড়ে যান বিলাস ও তাঁর স্ত্রী। ভোটে দাঁড়ানোর পরই তাঁর উপর চাপ আসছিল একাধিক জায়গা থেকে। তবে কে বা কারা সেই চাপ দিচ্ছিল তা নির্দিষ্ট করে বলতে পারেননি ময়নাগুড়ির নির্দলপ্রার্থী। তবে বিলাসের অনুমান তাঁরাই এই কাজ ঘটিয়েছে। স্ত্রীর চাপে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

সেখানেই তিনি জানান, গাড়ির ওই দুটো চাকার দাম প্রায় ২০,০০০ টাকা। এদিকে প্রচারের জন্য দরকার গাড়ির। তবে এহেন কাণ্ডের পর স্ত্রী আর বাড়ি থেকে গাড়ি বের করতে দিচ্ছেন না। এমনকি তিনিও উদ্বিগ্ন গোটা ঘটনায়। প্রতীক হিসেবে এই নির্দল প্রার্থী ফুটবল পেলেও, প্রচারের মাধ্যমে এবার সেই খেলা কিভাবে শুরু করবেন বুঝতেই পারছেন না তিনি। এদিকে ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছাত্রী তাঁদেরকে আশ্বস্ত করেন যে, গাড়ির চাকা চুরির ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। এর পিছনে স্থানীয় চোরেদেরই হাত বলে জানান তিনি।


সম্পর্কিত খবর