রেশন দোকানে পাইকারিতে দামে মিলবে বিশেষ LPG সিলিন্ডার, বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই রেশন পরিষেবাকে আরও সুচারু করতে সিএসসির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র সরকারের খাদ্য বন্টন মন্ত্রক। যার জেরে এই মুহূর্তে যেকোনও কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেই রেশন কার্ডের ভুল সংশোধন, নতুন রেশন কার্ডের জন্য আবেদন, রেশন কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণ প্রভৃতি পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। এমনকি পিডিএস রেশন দোকান গুলি থেকেই প্যান কার্ড, পাসপোর্ট, বিদ্যুৎ, জল এবং অন্যান্য পরিষেবার বিলও পেমেন্ট করার সুযোগ রয়েছে গ্রাহকদের।

এবার ফের একবার রেশন ডিলারদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার রেশন দোকান থেকেই মিলবে ছোট এলপিজি সিলিন্ডারও। বুধবার রাজ্য সরকার গুলির সাথে এক ভার্চুয়াল বৈঠকের পর এ কথাই জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে।এদিনের অনলাইন বৈঠকে ‘সিএসসি ই-গভর্ন্যান্স’, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারা দেশজুড়ে আপাতত প্রায় ৫.২৬ লক্ষ রেশন দোকান রয়েছে। সমস্ত রেশন দোকানগুলিকে কাজে লাগাতে পারলে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াও অনেক সহজ হবে।

খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেশন ডিলারদের আয় বৃদ্ধির কথা ভেবেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। আগামী দিনে বিভিন্ন সরকারি তথা আর্থিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে এই দোকানগুলিকে। দোকান গুলির মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডার যাতে পাইকারিতে বিক্রি করা যায় তার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিতে শুরু করেছে কেন্দ্র সরকার।

ration 123

এছাড়া রেশন দোকানগুলিকে যাবতীয় সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে এবার থেকে ডিলারদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার কথা ভাবছে কেন্দ্র। এর ফলে দেশব্যাপী রেশন দোকান গুলি আরও অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে এবং পরিষেবা পাওয়ার জন্য জনগণকে দূরদূরান্ত ঘুরতে হবে না। বিশেষত গ্রামাঞ্চলে এই পরিষেবা লাগু হলে অনেকটাই উপকৃত হবে আমজনতা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর