কেরিয়ার গড়ার শিক্ষা মেলা

শুভদ্যুতি দত্ত, কলকাতা: রাজ্য সরকারের তরফে বরাবরের অভিযোগ, পড়ুয়াদের আটকাতে হবে, যেন ভিন রাজ্যে চলে না যায়। শিক্ষা দপ্তরের খামখেয়ালিপনার কারণেই যে এধরনের ঘটনা ফের তা একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দেশে সপ্তদশ লোকসভা নির্বাচনের জন্য এই বিপত্তি বলে ছেঁদো অভিযোগ, রাজ্য সরকারের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিনের কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির তিন মন্ত্রী – পার্থ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু ও শোভনদেব চট্টোপাধ্যায়।
017a9 img 20190601 wa0074
উদ্বোধনী পর্বে এতে ফ্যাসাদে পড়ে যান উদ্যোক্তারা। ঘন্টাখানেক পরে অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক অজয় রায়ের নাম ঘোষণা করেন। প্রারম্ভিক বক্তব্যে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছেন ।
ba5d6 img 20190601 wa0075
এই রাজ্যে জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশের ক্ষেত্রে বিলম্বের কারণেই ভিনরাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতাকে দায়ী করেন তিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী, তা এগিয়ে আনার জন্য সরকারিভাবে পরিকল্পনা দরকার বলে তার অভিমত। নচেৎ এই গতি রোধ করা সম্ভবপর হবে না বলে অভিযোগ। মঞ্চে উপস্থিত ছিলেন – চরণজিৎ সিং, সত্যম রায়চৌধুরী, সমিত রায় প্রমুখ। এই মেলায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে – বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি। তবে, সরকারি প্রতিনিধিরা একমাত্র ব্যতিক্রম।


সম্পর্কিত খবর