ক্যারিবিয়ান সফরে দ্বিতীয় টেষ্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে অভিষেক হয়েছে 143 কেজি ওজনের ক্যারিবিয়ান ক্রিকেটার রাখিম কর্নওয়ালের। আর অভিষেক ম্যাচেই 117 বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। জীবনের প্রথম টেষ্টে নেমে তার প্রথম উইকেটটি হল ভারতীয় তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার। এছাড়াও প্রথম ম্যাচে দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ভারতের মত টেষ্টে নাম্বার ওয়ান দলের বিরুদ্ধে এই রকম পারফরম্যান্স করে বেশ খুশি কর্নওয়াল। এছাড়াও এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে তিনি ভেঙ্গে দিয়েছেন আরও একটি বড় রেকর্ড।
এতদিন পর্যন্ত টেষ্ট ক্রিকেটে সবচেয়ে ভারী শরীরের ক্রিকেটার হিসেবে নাম ছিল অস্ট্রেলিয়ার ওয়ারউইক আমংয়ের। তার ওজন ছিল 139 কেজির বেশি। তার টেষ্ট ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছিল 1902 সালে, 1921 সাল পর্যন্ত তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। আর এবার সেই রেকর্ড ভেঙে 143 কেজি ওজনের ক্যারিবিয়ান ক্রিকেটার কর্নওয়াল হচ্ছেন সবচেয়ে হেবিওয়েট টেষ্ট ক্রিকেটার। এছাড়াও উচ্চতায় ইনি 6 ফুট 5 ইঞ্চি লম্বা তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে রাখিম কর্নওয়াল। মূলত অফ স্পিনার হলেও প্রয়োজনে ভালো ব্যাটিং করতে পারেন।
এই কর্নওয়াল ঘরোয়া ক্রিকেটে মোট 266 টি উইকেট পেয়েছেন মাত্র 55 টি ম্যাচ খেলে। ব্যাট হাতেও দারুন সফল কর্নওয়াল করেছেন 2224 রান। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম লিবেত্রায় জন্মগ্রহণ করেন কর্নওয়াল। এক সময় এই গ্রাম ক্রীতদাস পরিণত ছিল কিন্তু বর্তমানে এখানে বসবাস করেন তিন হাজারের বেশি মানুষ। জিম্বো ডাকনাম খ্যাত এই ক্যারিবিয়ান ক্রিকেটার মাত্র 16 বছর বয়সেই 125 কেজি ওজনের হয়ে গিয়েছিলেন। কিন্তু এই ভারী শরীর তার ক্রিকেট খেলায় কোনো দিন প্রভাব ফেলতে পারে নি, ছোটো থেকেই ভালো খেলতেন তিনি আর সেই জন্য খুব কম বয়সেই ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি।