ভারতীয় স্টেডিয়ামের নামে নিজের মেয়ের নাম, গোটা ভারতের মন জয় করে নিলেন এই বিদেশি ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল। সেবারে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ দল ফাইনালে রূদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তাদের দ্বিতীয় কাপ জিতে নিয়েছিল। কার্লোস ব্র্যাথওয়েটের মারকুটে ইনিংসের জন্য এই ম্যাচটি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছে। ইডেনের মাঠে নিজের কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স করা কার্লোস ব্র্যাথওয়েট এই ঐতিহাসিক স্টেডিয়ামের নামানুসারে তার মেয়ের নাম রেখেছেন।

২০১৬ সালের সেই ফাইনালে ইংল্যান্ডের বোলার বেন স্টোকসকে টানা চারটি ছক্কা মেরে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্র্যাথওয়েট। ৩৩ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা তার মেয়ের নাম ঘোষণা করার পর Instagram-এ গিয়ে বিষয়টি ভক্তদের জানিয়েছেন। তিনি তার মেয়ের নাম রেখেছেন ইডেন যা তার কাছে তার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় স্থান।

Carlos Brathwaite Daughter Eden

ক্যাপশন সহ সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের কিছু ছবি শেয়ার করেছেন ব্র্যাথওয়েট। তিনি লিখেছেন, ‘ইডেন রোজ ব্র্যাথওয়েটের নামটা মনে আছে। এ উপলক্ষে তিনি তার মেয়েকে বলেন, তুমি অপেক্ষার যোগ্য ছিলে, তুমি সুন্দর। বাবা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তোমাকে মন দিয়ে ভালোবাসবেন।” সেই সঙ্গে স্ত্রীর প্রশংসা করে ব্র্যাথওয়েট বলেন, “তুমি একজন শক্তিশালী এবং খুব সুন্দর স্ত্রী এবং আমি জানি তুমি একজন সেরা মা হবে। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি।”

জাতীয় দলের হয়ে ব্র্যাথওয়েট ২০১৯-এর আগস্টে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ব্র্যাথওয়েট, দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্সের অংশ ছিলেন, আইপিএল ২০২২ মেগা নিলামের জন্যও তিনি তালিকাভুক্ত হয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর