২৮৩৯০ কোটি টাকার মালিক সঞ্জীব গোয়েঙ্কার বিদ্যের দৌড় কতদূর? দেখুন শিল্পপতির শিক্ষাগত যোগ্যতা

বাংলাহান্ট ডেস্ক : RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) দেশের অন্যতম প্রসিদ্ধ ব্যবসায়ী (Businessman)। ভারতের ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। ২৮,৩৯০ কোটি টাকা সম্পদের অধিকারী সঞ্জীব গোয়েঙ্কার আধিপত্য রয়েছে খেলার মাঠেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস, আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস সহ একাধিক দলের মালিকানা প্রমাণ করে সঞ্জীবের খেলার প্রতি দুর্বলতার ব্যাপারটি।

বর্ধিষ্ণু গোয়েঙ্কা পরিবারে জন্ম সঞ্জীব গোয়েঙ্কার। RPSG গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। ২০১১ সালে পারিবারিক ব্যবসা বিভক্ত হয়ে যাওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা প্রতিষ্ঠা করেন RPSG গ্রুপ। স্বনামধন্য এই ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে  প্রযুক্তি, মিডিয়া, খেলাধুলা, শিক্ষা, অবকাঠামো, শক্তি, কার্বন ব্ল্যাক এবং খুচরা পণ্য সহ একাধিক সেক্টরে।

   

আরোও পড়ুন : আমজনতার জন্য নয়া উদ্যোগ সরকারের! আসছে নতুন স্কিম, পাঁচ বছরেই হাতে আসবে দ্বিগুণ টাকা

সঞ্জীব গোয়েঙ্কা ১৯৮১ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (Graduate) উত্তীর্ণ হন। তাঁর স্ত্রী প্রীতি গোয়েঙ্কা একজন ইন্টেরিয়র ডিজাইনার। তাঁদের দুই সন্তান শাশ্বত এবং অবর্ণার মধ্যে বর্তমানে শাশ্বত সামলাচ্ছেন RPSG গ্রুপের ভাইস-চেয়ারম্যানের পদ।ব্যবসার বাইরেও সঞ্জীব গোয়েঙ্কা যুক্ত রয়েছেন একাধিক সমাজসেবামূলক কাজের সাথে।আইআইটি-খড়গপুরে বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

goenka atk mb

এছাড়াও তিনি যুক্ত রয়েছেন আইআইটি-গান্ধীনগরের সঙ্গে। শুধু ব্যবসায়ী হিসেবে নন, সঞ্জীব গোয়েঙ্কা যুক্ত রয়েছেন সমাজের একাধিক কাজকর্মের সাথে। পড়াশোনা থেকে খেলাধুলা, বহু ক্ষেত্রেই তাঁর অবদান চোখে পড়ার মতো। ফোর্বসের রিপোর্ট বলছে, সঞ্জীব গোয়েঙ্কার সম্পদের পরিমাণ ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। কলকাতা থেকে এই ব্যবসায়ী শুরু করেন তাঁর নিজের প্রতিষ্ঠান। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়েছেন সমাজের বিভিন্ন স্তরে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর