বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের জেরে এই প্রথমবার গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাতে লাভের লাভ কিছুই হয়নি। কারণ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান হেরে যাওয়ার পরেই বিশ্বকাপ থেকে বিদায় বার্তায় সীলমোহর পড়ে গিয়েছে বিরাট বাহিনীর। যদিও আজ শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল, তবে তা নিয়ম রক্ষা ছাড়া আর কিছুই নয়।
ভারতের এই লজ্জাজনক পারফরম্যান্সের পোস্টমর্টেম করতে গেলে মূলত সামনে উঠে আসে বেশ কয়েকটি কারণ। একদিকে যেমন হার্দিক পান্ডিয়ার চোট এবং অফ ফর্ম, বরুণ, ভুবনেশ্বরদের খরুচে বোলিং টিম ইন্ডিয়ার হারের অন্যতম কারণ হয়ে উঠেছে, তেমনই একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যক্রমের ব্যাটিং ব্যর্থতা। ভালো ফর্মে থাকা সত্ত্বেও শ্রেয়াস আইয়ারের বদলে মধ্য ক্রমে সূর্য কুমার যাদবকে সুযোগ দিয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১১ রানেই নিজের উইকেট ছুঁড়ে দেন তিনি। যার জেরে আরও চাপে পড়ে গিয়েছিল কোহলি বাহিনী।
তাই অনেকেই মনে করছেন আগামী নিউজিল্যান্ড সফরে হয়তোবা ফের একবার তাকে সুযোগ নাও দিতে পারেন ভারতীয় নির্বাচকরা। কারণ মিডিল অর্ডারে বিশেষত চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে দরকার দায়িত্বশীল ব্যাটিং। আর তাই সেখানে শ্রেয়াস আইয়ারকে ফের একবার সুযোগ দিয়ে দেখতে পারেন নির্বাচকরা, কারণ একদিকে যেমন তার কাছে বড় বড় শট রয়েছে তেমনি আবার দায়িত্বশীলতার সঙ্গে দলের পতন রোধও করতে পারেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের কারণেই এবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে। আর কিউয়ি দল বিশ্বকাপের ঠিক পরেই আসছে ভারত সফরে। তাই এই সিরিজে অবশ্যই বদলা নিতে চাইবে ভারতীয় দল। তবে তার জন্য দরকার শক্তপোক্ত মিডিল অর্ডার। কারণ উয়িলিয়ামসনের কালো ঘোড়াদের বোলিং অ্যাটাক যে দুরন্ত এ নিয়ে কোন সন্দেহ নেই। আগামী তিন ম্যাচের সিরিজেও ভারতকে যথেষ্ট বিপদে ফেলার চেষ্টা থাকবেন তারা।