বাংলা হান্ট ডেস্কঃ পপুলার ইউটিউবার ক্যারি মিনাটির (carry minati) ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। ক্যারি মিনাটির দ্বিতীয় ইউটিউব চ্যানেলে ‘CarryisLive’ বিটকয়েন ডোনেশনের (bitcoin donation) সাথে যুক্ত ভিডিও দেখানো হচ্ছে। হ্যাকার একটি বিটকয়েন স্ক্যাম পেশ করেছে, আর সেখানে ইউজারদের একটি বিশেষ অ্যাকাউন্টে পয়সা দান করার কথা বলা হচ্ছে। হ্যাকার স্ট্রিমিং কনটেন্ট এর ডেস্ক্রিপশন বদলে দিয়েছে আর সেখানে বিটকয়েনের সাথে যুক্ত কন্টেন্ট দেখানো হচ্ছে।
@YouTubeIndia My channel Carryislive has been hacked, need immediate assistance.
— Ajey Nagar (@CarryMinati) July 24, 2020
চ্যানেল হ্যাক হওয়ার পর ক্যারি মিনাটি (Ajey Nagar) ইউটিউব ইন্ডিয়াকে ট্যুইট করে সাহায্য চেয়েছেন। আরেকদিকে ক্যারির ফ্যান হ্যাকিং এর জন্য ইউটিউব সিস্টেমকে দায়ি করেছে। এর সাথে সাথে অনেকে মজাদার মিমসও শেয়ার করছে ক্যারির ইউটিউব হ্যাক নিয়ে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ক্যারি মিনাটি অসম এবং বিহারের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য একটি ইউটিউব ভিডিও করেন। ওনার ওই ভিডিও এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, কয়েক ঘণ্টার মধ্যেই উনি বন্যা দুর্গতদের সাহায্যার্থে ১০ লক্ষ টাকার উপরে সংগ্রহ করে ফেলেছিলেন। আর তিনি সেই টাকা বন্য দুর্গতদের জন্য দানও করেছেন। হ্যাকারদের নজরে এই বিষয়টি আসার পর তাঁরা ক্যারির অ্যাকাউন্ট হ্যাক করে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট দেয়।
Please block the following addresses of BTC and Ethereum at the earliest. Have attached screenshot for the same. Indian users targeted so Indian exchanges can help. @WazirXIndia @CoinDCX @zebpay @bitbns @yourCashaa @NischalShetty @gauravdahake @smtgpt. pic.twitter.com/cbapVjZ6Dr
— Rohit Kumar Singh ⚡️ (@ks_rohit10) July 24, 2020
আপনাদের জানিয়ে দিই, এর আগে আমেরিকার বিশিষ্ট শিল্পপতিদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল হ্যাকাররা। সেখানে তাঁরা টাকা কামানর জন্য একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলে যে, এই অ্যাকাউন্টে এক ঘণ্টার মধ্যে যারা যত টাকা পাঠাবে, তাঁদের ঠিক তাঁর দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও আরও একটি হ্যাকিংয়ের খবর সামনে এলো।