হিন্দু ধর্মাবেগে আঘাত করায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মকে আঘাত করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হল।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ১৯ শে জুলাই ফেসবুকে একটি পোস্টে লেখেন, ” পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ও বর্বর জাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, যাদের ধর্মের কোন ভিত্তি নেই। মনগড়া বানানো ধর্ম। হয়তো দু-একটি খবর নিউজে প্রকাশিত হয়। এছাড়া আরো অনেক ঘটনা
ধামা চাপা পড়ে যায়, তাদের নৃশংসতার আড়ালে।”

এই পোস্টের পরই ঢাকার ভাসানটেকের গৌতম কুমার এডবর নামে নামে এক ব্যক্তি সোমবার বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগললু হোসেনের আদালতে মামলাটি করেন।

গৌতম কুমার এডবরকে আইনগত সহযোগিতা করেছেন এডভোকেট সুমন কুমার রায় ও তার সাথে ছিলেন আইনজীবী সঞ্জয় কুমার দে দুর্জয়।

এই মামলার বিষয়ে অ্যাডভোকেট সুমন কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ব্যারিস্টার সুমন অবশ্য আগেই ওই প্রোফাইল থেকে ফেক প্রোফাইল বলে চিহ্নিত করেছিলেন। ২০শে জুলাই সুমন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ” আমার নাম ব্যবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদগার করছে। আমি এই বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটি আমার একমাত্র পেজ ফলোয়ার ২০ লাখের অধিক।”

সম্পর্কিত খবর