বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) এর প্রাক্তন ছাত্র নেত্রী তথা জেএনইউএসইউ (JNUSU) প্রাক্তন সহ সভাপতি শেহলা রশিদের (Shehla Rashid) বিরুদ্ধে দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল দেশদ্রোহ এর সাথে সাথে অন্যান্য ধারায় এফআইআর দায়ের করেছে। শেহলা রশিদ জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়েছিল।
আপনাদের জানিয়ে রাখি, শেহলা রশিদ বলেছিল যে, ভারতীয় সেনা রাতের বেলায় কাশ্মীরের বাসিন্দাদের বাড়ি ঢোকে, এবং অবৈধ ভাবে সেখান থেকে যুবকদের তুলে নিয়ে যায়। এছাড়াও অবৈধ ভাবে প্রতিটি ঘরে তল্লাশি চালানো, খাবার এবং অন্যান্য সম্পত্তি নষ্ট করে। শোপিয়ান সেক্টরে কাশ্মীর যুবকদের বন্দি বানিয়ে তাঁদের উপর অত্যাচারের মিথ্যে অভিযোগ তুলেছিল শেহলা রশিদ। শেহলা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে ১৮ই আগস্ট ট্যুইট করে এই ভুয়ো খবর গুলো ছড়িয়েছিল। আর এই ভুয়ো খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম হাঙ্গামা হয়। এছাড়াও বামপন্থী নেত্রীর ভুয়ো খবরকে হাতিয়ার করে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতকে ঘিরে ফেলার বৃথা চেষ্টাও করেছিল।
Indian Army: Allegations levelled by Shehla Rashid are baseless and rejected. Such unverified & fake news are spread by inimical elements and organisations to incite unsuspecting population. pic.twitter.com/m6CPzSXZmJ
— ANI (@ANI) August 18, 2019
ভারতীয় সেনা শেহলা রশিদের এই অভিযোগকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিল। সেনার বয়ানের পর এবার সুপ্রিম কোর্ট এর আইনজীবী অলোক শ্রীবাস্তব শেহলা রশিদের বিরুদ্ধে ভুয়ো খবর পোস্ট করার অভিযোগ তুলে অপরাধীক মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করার দাবি করেন। শেহলা রশিদের বিরুদ্ধে আইপিসি 124-A অনুযায়ী দেশদ্রোহ, 153A অনুযায়ী ধর্মের নামে অশান্তি ছড়ানো। 153 অশান্তি ছড়ানোর মনোভাবনা পোষণ করা। 504 অনুযায়ী শান্তি ভঙ্গ করার মনোভাব নিয়ে কাজ করা, আর 505 অনুযায়ী ভুয়ো খবর ছড়ানোর জন্য মামলা দায়ের করা হয়েছে। এই মামলা নিয়ে এবার দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল শেহলাকে জিজ্ঞাসাবাদ চালাবে।