বাংলা হান্টের খবরের জের! আরাবুল ইসলামের ছেলের বিরুদ্ধে দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্ক : গতকাল রাতে কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) ছেলের গাড়ি। বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে নিজেই গাড়ি চালাচ্ছিলেন আরাবুল-পুত্র। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বেপরোয়া গতিতে চলছিল হাকিমুলের গাড়ি। হঠাৎই রাস্তার এক লেন থেকে অন্য একটি লেনে ঢুকে অপর একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। জানা যাচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন হাকিমুল। এই পুরো ঘটনাটি লাইভ কভার করে বাংলা হান্ট। এবং বাংলা হান্ট খবরের জেরেই তৃণমূল নেতার ছেলে করে পুলিস। এবং আজ তার বিরুদ্ধে ২৭৯ ও ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

https://www.facebook.com/banglahuntofficial/videos/220327500453102/?mibextid=NnVzG8

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ সাইন্স সিটির দিক থেকে চিংরিহাটার দিকে যাচ্ছিল ফরচুনার গাড়িটি। বাইপাসের মেট্রোপলিঘটান সিগনাল থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময়ই উল্টো দিকের লেনে ঢুকে যায় গাড়ি। চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরাবুলের ছেলের গাড়ির। দুটি গাড়িরই সামনেই অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর হাকিমুলকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিস।

ঘটনার পরে গাড়িটিকে আটক করা হয়। একই সঙ্গে নিয়ে যাওয়া হয় আরাবুল ইসলামের ছেলেকেও। জানা গিয়েছে রাত ২টোর সময় ব্যক্তিগত বন্ডে ছাড়া হয় তাঁকে। ঘটনাস্থলে আসেন আরাবুল ইসলাম নিজে। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে মদ্যপ অবস্থায় ছিলেন না। তবে প্রচন্ড গতিতে গাড়ি চলার কথা স্বীকার করেছেন তিনি নিজেও।

hakim 2

যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি কী কারণে ঘটেছে এই ঘটনা। হাকিমুল ইসলাম মত্ত অবস্থায় ছিলেন কিনা সেই বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিস। সম্পূর্ণ বিষয়ের তদন্ত শুরু করেছে প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে হাকিমুলের মেডিক্যাল রিপোর্টও। জানা যাচ্ছে, রাস্তার ধারে থাকা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছে পুলিস।

আরাবুল ইসলামের দাবি, ‘আমার ছেলে মদ্যপ অবস্থায় ছিল না। এটা একটি দুর্ঘটনা। কোনও কারনে হয়তো ব্রেক থেকে পা অন্য জায়গায় চলে যায়, সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। ছেলে রাস্তায় কোনদিন সেভাবে গাড়ি চালায় না। আজকে হয়তো মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সিগারেট ছাড়া অন্য কোনও নেশা নেই তাঁর’।

পুলিস সূত্রে খবর দুর্ঘটনার আগে বেশ কয়েকটি সিগনাল ভাঙ্গে ওই গাড়ি। জানা যাচ্ছে তদন্তের স্বার্থে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর