মারাত্মক অভিযোগ! দেবের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ দেব (Dev) নামে সরগরম রাজ্য-রাজনীতি। শনিবার ষষ্ঠ দফায় লোকসভা ভোট। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রও। তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দু’বারের সাংসদ তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। এবার ভোটের ঠিক একদিন আগেই জোর বিপাকে বিদায়ী সাংসদ।

আগেই চাকরি বিক্রিতে (Recruitment Scam) নাম জড়িয়েছে দেবের। এবার সেই নিয়ে অভিযোগকে জমা পড়ল কলকাতা হাইকোর্টে। অভিনেতা দেবের বিরুদ্ধে ওঠা চাকরি বিক্রির তদন্ত করুক সিবিআই। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছে আদালত।

মামলাকারীর দাবি, “সাংসদ দেব ও তার ‘প্রতিনিধি’র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সিবিআই তার তদন্ত করুক।” আদালত সূত্রে জানা যাচ্ছে, আজ শুক্রবারই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হবে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ সামনে আসে।

Dev 1

আরও পড়ুন: ৫০ কিমি বেগে দমকা হাওয়া! সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন দেবের সহকারী রমাপদ মান্না, এই অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয় মামলা। এবার সেই একই অভিযোগে মামলা হল খোদ দেবের বিরুদ্ধে। প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের এক্স হ্যান্ডলে একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। সেই ক্লিপে দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ আনা হয়েছে। সেই অডিয়ো ক্লিপের কথাও হাইকোর্টে উল্লেখ করেছেন মামলাকারী বাপ্পাদিত্য ঘোষ। ভাইরাল সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর