সুশান্তেকে মৃত‍্যুমুখে ঠেলে দেওয়ার অভিযোগে মামলা দায়ের সলমন, করন, একতার বিরুদ্ধে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মামলা দায়ের হল করন জোহর (karan johar), সলমন খান (salman khan), একতা কাপুর (ekta kapoor) সহ মোট আটজন বলিউড (bollywood) হেভিওয়েটদের বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput) আত্মহত‍্যা করতে বাধ‍্য করার অভিযোগে এই আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমনই গুরুতর অভিযোগ এনেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। সলমন খান, করন জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি, দীনেশ বিজন, সাজিদ নাদিয়াদওয়ালা, আদিত‍্য চোপড়া ও টি সিরিজের আধিকারী ভূষন কুমারের বিরুদ্ধে বিহারের মুজফফরপুর আদালতে মামলা দায়ের করেছেন তিনি।
ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে এই আটজনের বিরুদ্ধে। আগামী ৩রা জুলাই হবে মামলার শুনানি।ওই আইনজীবীর দাবি, পরপর সাতটি ছবি থেকে সরিয়ে দেওয়া হয় সুশান্তকে। তারপরেও তাঁর কয়েকটি ছবির মুক্তিতে বাধা দেওয়া হয়। এই হেভিওয়েটরাই কার্যত একঘরে করে দিয়েছিলেন সুশান্তকে, যার জন‍্য তিনি আত্মহত‍্যার পথ বেছে নেন।

সুশান্তের মৃত‍্যু নিছক আত্মহত‍্যা নয়। এর পেছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে। এমন দাবি তুলছেন অনেকেই। সুশান্তের বাবা ছেলের মৃত‍্যুর জন‍্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

অভিনেতার মামা অভিযোগ করেছেন এটা আত্মহত‍্যার ঘটনা নয়, সুশান্ত এমনটা করতেই পারেননা বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও দাবি, এই ঘটনার ন‍্যায় বিচার হোক। সোশ‍্যাল মিডিয়াতেও বয়কট বলিউড মাফিয়া গ‍্যাং নামে একটি পিটিশনে সই করছে নেটজনতা।

X