বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হল রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) বিরুদ্ধে। বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজফফরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছেন রিয়ার বিরুদ্ধে। আগামী ২৪ জুন সেই মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে।
এর আগে এই আদালতে সলমন খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি সহ আটজন বলিউড হেভিওয়েটদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আইনজীবী সুধীন কুমার ওঝা দায়ের করেছিলেন সেই মামলা। সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে এই আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এমনই গুরুতর অভিযোগ এনেছিলেন আইনজীবী সুধীর কুমার ওঝা।
সলমন খান, করন জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি, দীনেশ বিজন, সাজিদ নাদিয়াদওয়ালা, আদিত্য চোপড়া ও টি সিরিজের আধিকারী ভূষন কুমারের বিরুদ্ধে বিহারের মুজফফরপুর আদালতে মামলা দায়ের করেছিলেন তিনি। জানা গিয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি।
সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষন করার অভিযোগে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন ওই আইনজীবী।
অপরদিকে গত বৃহস্পতিবার টানা ৯ ঘন্টা পুলিসি জেরার পর রিয়া স্বীকার করেন সুশান্তের সঙ্গে সম্পর্কে ঝামেলার কথা। সুশান্তের সঙ্গে সম্পর্কটা আর রাখতে চাইছিলেন না রিয়া। অভিনেতার মৃত্যুর কয়েকদিন আগে তাঁদের মাঝে ঝামেলাও হয়েছিল। সেই কারনেই কিছুদিন আগে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন রিয়া।
কিন্তু রিয়া জানান, সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তিনি বেরিয়ে আসলেও যোগাযোগ ছিল তাঁদের মধ্যে। মেসেজ, ফোন সবই চলত তাঁদের মধ্যে। রিয়া জানিয়েছেন, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁকে ফোন করতেন সুশান্ত। এমনকি অভিনেতার ঘনিষ্ঠরাও সহমত হয়েছেন রিয়ার সঙ্গে।
রিয়া জানান, নভেম্বরেই সুশান্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁর। সেই জন্য বান্দ্রার কাছে একটি ফ্ল্যাটও খুঁজছিলেন তাঁরা। নিজেদের আলাদা একটি ফ্ল্যাট কেনার ইচ্ছা ছিল তাঁদের।