চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতি মাসে মোটা অনুদান কেন? মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি-তে (SSC Scam) চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানান শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমে চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। সেই ঘোষণার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা | Calcutta High Court

মঙ্গলবার এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। আদালত সূত্রে খবর আজ বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে টেন্টেড’দের ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, সম্প্রতি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ফের বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কবে, কিভাবে মিলবে?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার ‘অনুদান’ প্রদান করবে।
এদিকে মামলাকারী আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, রাজ্য অযোগ্য গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার ব্যবস্থা করছে। এই নিয়েই দায়ের হল মামলা।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে বাতিল হয়েছে ওই সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন মোট ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। পরে পড়ুয়াদের শিক্ষাদানের কথা মাথায় রেখে রাজ্যের আর্জিতে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত আপাতত চাকরিহারা যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

কিন্তু শিক্ষাকর্মীদের সে অধিকার দেওয়া হয়নি। আদালত শিক্ষাকর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। এই আবহে তাদের চিন্তা লাঘব করতে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X