বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই আরও মানুষের জনসমাগম হবে। ওই একই দিনে কাঁথিতে হিন্দু ধর্মসভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা হয়। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই নিয়ে তোরজোড় তুঙ্গে। ওই একইদিনে কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি। এরপর জল গড়ায় হাইকোর্ট অবধি।
জানা যাচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন ওই মিছিলের অনুমতি চেয়ে ডিএম, পুলিশ সুপারকে চিঠি দেন কাঁথিতে হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতি রামেশ্বর বেরা। তবে পুলিশি অনুমতি মেলেনি। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন রামেশ্বর সহ পাঁচজন। তবে মামলা চলাকালীন সংশ্লিষ্ট হিন্দু সংগঠনের সভাপতি দাবি করেন, ওকালতনামায় তিনি সই করেননি, তাঁর হয়ে অন্য কেউ স্বাক্ষর করেছে। এই মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না।
এহেন দাবির সত্যতা কতটা? সেটা যাচাই করতে ওকালতনামা সহ সকল কাগজপত্র দিল্লি সিএফএসএলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ (Justice Tirthankar Ghosh)। সেখান থেকে রিপোর্ট আসার পরেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে দিঘায় তোরজোড় তুঙ্গে। প্রশাসনিক স্তরেও নানান প্রস্তুতি চলছে। কয়েকদিন আগে নবান্ন সভাঘরে এই বিষয়ক প্রস্তুতি বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
অক্ষয় তৃতীয়ার দিনই আবার কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।