বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) খোরপোষ মামলার শুনানি। তাতে বড় রায় দিয়ে দিল আদালত। বিচারপতি অজয় কুমার গুপ্তা এদিন বলেন, একজন পুরুষ এবং একজন মহিলা যদি দীর্ঘসময় ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন, তাহলে খোরপোষ চাওয়ার জন্য বিয়ের অকাট্য প্রমাণ পেশ করার প্রয়োজন নেই।
খোরপোষ মামলায় বড় রায় হাইকোর্টের (Calcutta High Court)
জানা যাচ্ছে, একটি খোরপোষ মামলায় একজন স্ত্রী নিজের বিয়ের অকাট্য প্রমাণ দিতে পারেননি। যে কারণে তাঁর খোরপোষ পাওয়ার আর্জি খারিজ করে দেন পূর্ব মেদিনীপুরের তমলুকের অতিরিক্ত দায়রা বিচারক। এরপরেই সেই জল গড়ায় হাইকোর্ট অবধি। এবার সেই মামলাতেই বড় রায় দিল উচ্চ আদালত।
মামলাকারী হাইকোর্টে জানান, সহমতের ভিত্তিতে তাঁর প্রথম বিয়ে ভেঙেছিল। তাঁদের এক সন্তানও রয়েছে। বিবাহবিচ্ছেদের পর থেকে মামলাকারী তাঁর মা-বাবার সঙ্গে থাকেন। নিম্ন আদালতের তরফ থেকে ওই মহিলার খোরপোষ পাওয়ার আর্জি খারিজ করে দেওয়া হয়। সেই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এবার হাইকোর্টের তরফ থেকে তাঁর পক্ষে রায় দেওয়া হল।
আরও পড়ুনঃ‘চোরের মায়ের বড় গলা’! আরজি কর কাণ্ড টেনে বিস্ফোরক! কাদের আক্রমণ মমতার?
হাইকোর্টের বিচারপতি অজয় কুমার গুপ্তা (Justice Ajay Kumar Gupta) বলেন, ‘যেখানে একজন পুরুষ এবং একজন মহিলা দীর্ঘসময় ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন, সেখানে বিয়ের অকাট্য প্রমাণ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের (১৯৭৩) সেকশন ১২৫-এর অধীন খোরপোষের পূর্ব শর্ত হওয়া উচিত নয়’।
হাইকোর্টের (Calcutta High Court) বক্তব্য, এই ধরণের ঘটনায় ওই দম্পতি যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘকাল তাঁরা স্বামী স্ত্রী হিসেবে কাটিয়েছেন, সেটা প্রমাণ করাই ওই স্ত্রীয়ের জন্য যথেষ্ট। বিয়ের অকাট্য প্রমাণ পেশ না করতে পারায় নিম্ন আদালতের তরফ থেকে ওই মহিলার খোরপোষের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তবে হাইকোর্টের দ্বারস্থ হতেই তাঁর পক্ষে রায় এল।