ড্রাগ ইন্সপেক্টরের বাড়িতে টাকার পাহাড়! নগদ চার কোটি টাকা সহ কয়েক কেজি সোনা-রূপো উদ্ধার

বাংলা হান্ট ডেস্ক: একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বিহারের রাজধানী পাটনা। গত শনিবার ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালায় নজরদারি দল। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সেখান থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার করেছে ওই দল। উদ্ধারকৃত টাকা বস্তায় রাখা ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, শনিবার সকালে, নজরদারি বিভাগ পাটনায় কর্মরত ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে অভিযান চালায়।

ওইদিন পাটনা-সহ মোট চারটি জায়গায় একসঙ্গে অভিযান চালিয়েছে নজরদারি দফতরের দল। সেখান থেকে পাঁচ বস্তা ভর্তি নোট, বেশ কিছু জমির কাগজ, সোনা-রূপোর গয়না, চারটি বিলাসবহুল গাড়ি সহ বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এদিকে, নজরদারি বিভাগ ইতিমধ্যেই ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বিরুদ্ধে অতিরিক্ত সম্পদের একটি মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, আদালত থেকে অভিযানের অনুমতি পেয়েই এই ব্যবস্থা নেওয়া হয়। তথ্য অনুযায়ী, জিতেন্দ্র কুমারের পাটনার সুলতানগঞ্জের বাড়ি থেকে নগদ প্রায় চার কোটি টাকা পাওয়া গেছে। এমনকি, বিপুল অঙ্কের এই টাকা গণনার জন্য একটি মেশিন নিয়ে আসা হয়। পাশাপাশি, শনিবার সমস্ত টাকা গণনা করা সম্ভব না হওয়ায় রবিবারও এই গণনা হবে।

সূত্র অনুযায়ী, ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়ি থেকে একাধিক অলঙ্কার সামগ্রী পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে হিরে, সোনা এবং তিন কেজি রূপো। এছাড়া, জমি ও ফ্ল্যাটের কাগজপত্রও উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে নজরদারি বিভাগের ডিএসপি সুরেন্দ্র কুমার মাউয়ার জানিয়েছেন যে, “অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মামলায় ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এই এফআইআরের ভিত্তিতে শনিবার জিতেন্দ্র কুমারের বাড়িতে অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত বিপুল পরিমাণ নগদ টাকা, জমির কাগজপত্র, সোনা-রূপোর গয়না, চারটি বিলাসবহুল গাড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।”

WhatsApp Image 2022 06 26 at 11.10.52 AM

প্রসঙ্গত উল্লেখ্য, ড্রাগ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার সরকারি চাকরি করতে গিয়ে প্রচুর দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। এমনকি, তাঁর বিরুদ্ধে বারংবার অভিযোগ আসছিল। এমতাবস্থায়, জিতেন্দ্রর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্ত করে রাজ্য সরকার আসল সত্য জানতে পারে। তারপরেই শনিবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নজরদারি বিভাগ এবং একইসাথে ৪ টি জায়গায় অভিযান চালানো হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর