বাড়িতে কত টাকা ক্যাশ রাখা যায়, কত টাকাই বা গদ লেনদেন করা যায়? রইল আয়করের নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার নগদ। এছাড়াও তদন্তকারী অফিসারেরা ফ্ল্যাটের অনুসন্ধান করে পেয়েছেন লক্ষ লক্ষ টাকার সোনার গহনা। এইসব ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন অনেকের মনে প্রশ্ন ওঠে যে কত টাকা নগদের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে লেনদেন করা যায় বা কত টাকা একজন ব্যক্তি সর্বাধিক রাখতে পারেন নিজের কাছে।

এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার বাড়িতে জমাকৃত টাকার উৎস সন্ধান দেওয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি তদন্তকারী সংস্থাকে ঘরে জমাকৃত টাকার উৎস সন্ধান না দিতে পারেন তাহলে বাজেয়াপ্ত টাকার অতিরিক্ত ১৩৭ শতাংশ জরিমানা দিতে হয়। অন্যদিকে এক আর্থিক বছরে কুড়ি লক্ষ টাকার অধিক নগদ লেনের ক্ষেত্রে জরিমানা দিতে হতে পারে আপনাকে।

আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে একেবারে পঞ্চাশ হাজার টাকার অধিক তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড ও আধার নম্বর বাধ্যতামূলক। যদি কোন ব্যক্তি এক আর্থিক বছরে কুড়ি লক্ষ টাকার বেশি ব্যাংকে জমা দেন তাহলে সে ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ড আলাদাভাবে জমা দিতে হয়। যদি সেই ব্যক্তি উল্লেখিত তথ্য পরিবেশন না করতে পারেন সে ক্ষেত্রে তার কুড়ি লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

আপনি কখনোই একসাথে ২ লক্ষ টাকা বেশি নগদে কেনাকাটা করতে পারেন না। ২ লক্ষ টাকার অধিক কেনাকাটার ক্ষেত্রে আপনাকে প্যান নম্বর দিতে হয়। পাশাপাশি ৩০ লক্ষ টাকার বেশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন ব্যক্তি তদন্তকারী সংস্থাকে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে।

ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ এক লক্ষ টাকার অধিক কেনাকাটা করেন সে ক্ষেত্রে সেই ব্যক্তি তদন্তের আওতায় আসতে পারেন। এর পাশাপাশি কোন ব্যক্তি আত্মীয়র থেকে একই দিনে দু লক্ষ টাকার বেশি টাকা গ্রহণ করতে পারেন না। দু লক্ষ টাকার অধিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে তা করতে হবে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর