বাংলা হান্ট ডেস্কঃ একি কাণ্ড! হাইকোর্টের (High Court) বিচারপতির বাড়ি (High Court Judge) থেকে উদ্ধার টাকার পাহাড়, কোথা থেকে এল এত টাকা? জোর শোরগোল ছড়িয়েছে গোটা ঘটনায়। বুধবার দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ির বাংলোয় আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরেই এখন হৈচৈ। সূত্রের খবর, উচ্চ আদালতের ওই বিচারপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়-High Court
কোথা থেকে এল এত পরিমাণ টাকা? ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সূত্রের খবর, ওই বিচারপতিকে অন্য হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে অগ্নিকাণ্ডের সময় বিচারপতি শহরে ছিলেন না। যখন বাড়িতে আগুন লেগে যায় তখন বিচারপতি যশবন্ত বর্মার পরিবারের সদস্যরা দমকল বিভাগ এবং পুলিশকে ফোন করে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এলে তাদের চোখ কপালে ওঠে। তারা দেখেন একটি ঘরে বিপুল পরিমাণ নগদ টাকা রাখা।
তড়িঘড়ি গোটা বিষয়টি স্থানীয় পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ টাকা। এরপরই খবর যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। পরিস্থিতি বুঝে প্রধান বিচারপতি তৎক্ষণাৎ কলেজিয়ামের একটি সভা ডাকেন। কলেজিয়াম সর্বসম্মতিক্রমে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: বহু অপেক্ষার অবসান! চলে এল নতুন পেনশন প্রকল্প! সরকারি কর্মীদের জন্য জারি হল বিজ্ঞপ্তি
সূত্রের খবর, কলেজিয়ামের কিছু সদস্য বিচারপতিকে শুধু বদলির করার পক্ষপাতী ছিলেন না। বিচারপতিকে পদত্যাগ করতে বলার প্রস্তাব পেশ করা হয়েছিল। বলা হয়েছিল যদি বিচারপতি পদত্যাগে অস্বীকার করেন তবে এই বিষয়ে চিফ জাস্টিসের অভ্যন্তরীণ তদন্ত শুরু করা উচিৎ। উল্লেখ্য, আগে এলাহাবাদ হাইকোর্টে কাজ করেছেন জাস্টিস বর্মা। ২০২১ সালে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে বদলি হয়েছিলেন বিচারপতি বর্মা।