মাধ্যমিক পাশে দারুন চাকরির সুযোগ! বেতন শুরু ২২,৭০০ টাকা থেকে, এইভাবে করুন আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া (Bankura) জেলার স্কুলে রয়েছে দারুন চাকরির সুযোগ। জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে (Primary School Council Recruitment) কর্মী নেওয়া হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জানিয়ে রাখি, প্রতিষ্ঠানে ‘ক্যাশিয়ার’ (Cashier) পদে নিয়োগ করা হবে কর্মী। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (১ জুন ২৩ অনুযায়ী)। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। আবেদনমূল্য হিসাবে প্রার্থীদের জমা দিতে হবে ৩০০ টাকা। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১৫০ টাকা।

‘ক্যাশিয়ার’ পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (এমপি) হতে হবে। পাশাপাশি, কম্পিউটারের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

job vacanyবেতন ও আবেদনের পদ্ধতি: এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে।

আবেদন করার পক্রিয়া এবং সময়সীমা, এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানার জন্য বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ওয়েবসাইটটি ভিসিট করতে পারেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X