সবাইকে চমকে দিয়ে দ্বিতীয়বার বিয়ে সারলেন মদন মিত্র, রইল কনের আসল পরিচয়
বাংলাহান্ট ডেস্ক : পড়ন্ত মাঘের এক শনি-সন্ধ্যা। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যে সাড়ে ছ’টা ছুঁইছুই। দ্বিতীয়বারের মতন বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন মদন মিত্র। ৬৭ বছর বয়সে এসেও এহেন সিদ্ধান্তে তিনি প্রমাণ করলেন বয়স শরীরের বাড়ে, মনের নয়, বয়স শুধুই সংখ্যামাত্র। গতকাল রাতে এই দ্বিতীয় বিয়ের খবর সংবাদমাধ্যমে জানানোর পর থেকেই তুমুল জল্পনার ঝড় ওঠে রাজ্যে। কাকে … Read more