বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বাংলার সীমানা পেরিয়ে এখন তিহাড় জেলে (Tihar Jail) ঠাঁই হয়েছে কেষ্টর। অন্যদিকে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডলও (Sukanya Mondal)। বর্তমানে তিনিও রয়েছেন তিহাড়ে। জেল সূত্রে জানা যায়, জেলের ৬ নম্বর মহিলা সেলে রয়েছেন সুকন্যা। আর ঠিক তার পরের ৭ নম্বর সেলেই রয়েছেন বাবা বাবা কেষ্ট মণ্ডল।
দুজনায় একই জেলে, তবে দূরত্ব অনেক। গ্রেফতারির পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত বাবা-মেয়ের সাক্ষাৎ হয়নি। দুজনাই দেখা করতে চাইলেও মেলেনি সুযোগ। তবে শেষ পর্যন্ত শনিবার তিহাড়ে দেখা হল কেষ্ট-সুকন্যার। সূত্রের খবর, খুবই স্বল্প সময়ের জন্য দেখা হয় তাদের। হয়েছে কথাও।
শনিবারই জানা যায় মেয়ে সুকন্যার সাথে দেখা হবে অনুব্রতর। কেষ্টও সেকথা জানান। বলেন, ‘শনিবার দেখা করব। ও তো আমার মেয়ে। একশোবার দেখা করব।’ আর সেই কোথা মতোই নিয়ম মেনেই আজ জেলের অন্দরেই দেখা হল দুজনার। জানা গিয়েছে, বন্দি অবস্থায় মেয়ে সুকন্যাকে দেখে আবেগঘন হয়ে পড়েন অনুব্রত।
প্রসঙ্গত, গোয়েন্দা সংস্থার হাতে মেয়ের গ্রেফতারির পর প্রথমে চুপ করে থাকলেও পরে মুখ খোলেন অনুব্রত। ইডির বিরুদ্ধে আদালতে ক্ষোভ উগরে দেন কেষ্ট। বলেন, মেয়েকে গ্রেফতার করে কোনও ‘বাহাদুরির’ কাজ করা হয়নি। পাশাপাশি অফিসারদের প্রশ্ন ছুঁড়ে কেষ্ট বলেন, ‘মেয়েকে অ্যারেস্ট করে নিলেন? বিবেক বলে তো কিছু আছে নাকি?’
মেয়ের গ্রেফতারির পর ‘ভালো নেই’ বলেও আদালতে মন্তব্য করেন তিনি। অন্যদিকে সুকন্যাও বাবার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে শেষমেষ বহুদিন পর আজ দেখা হল বাবা-মেয়ের। অল্প কিছুক্ষনের জন্য দুজনের দেখা হয় বলে তিহাড় সূত্রে খবর।