গরু পাচারকারীদের হামলার মুখে BSF! বুলেটের আঘাতে ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে!

বাংলা হান্ট ডেস্কঃ মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে গরু পাচারের নানান ঘটনা (Cattle Smuggling Case)। বিএসএফ জওয়ানের গুলিতে পাচারকারীর মৃত্যুর নিদর্শনও রয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের চর্চায় গরু পাচারের এমন একটি ঘটনা। এবার সীমান্তে কর্তব্যরত বিএসএফ (BSF) জওয়ানের গুলিতে আহত হয়েছেন এক পাচারকারী।

মঙ্গলবার ভোরে কোচবিহারের (Cattle Smuggling Coochbehar) সিতাই থানার চামটা গ্রাম পঞ্চায়েতের অধীন কৈমারী গ্রামের পদ্মা বিওপির কাছে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের রবার বুলেটের আঘাতে জখম হয়েছেন একজন গরু পাচারকারী। সংশ্লিষ্ট ব্যক্তির নাম লিটন মিয়াঁ, বয়স ৩৪। আহত গরু পাচারকারীর চিকিৎসার জন্য কোচবিহারে (Coochbehar) পাঠানো হয়েছে বলে খবর।

ঠিক কী হয়েছিল মঙ্গলবার ভোরবেলা? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ ভোরে সিতাই সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে একদল গরু পাচারকারী (Cow Smuggler)। তখনই তাঁদের লক্ষ্য করে পাল্টা রবার বুলেট ছোঁড়েন জওয়ানরা। তাতেই আহত হন লিটন মিয়াঁ নামের সংশ্লিষ্ট গরু পাচারকারী।

আরও পড়ুনঃ আরেকটি প্রার্থী ঘোষণা করল বিজেপি, এবার নাম সজল ঘোষের! কোন কেন্দ্রে?

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, আহত লিটন বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতমারী থানার অধীন দুর্গাপুরের বাসিন্দা। এদিন সকালে লিটন সহ একদল গরু পাচারকারী বিএসএফ জওয়ানদের ওপর হামলা করলে তাঁদেরও পাল্টা ‘জবাব’ দেওয়া হয়। তাতেই আহত হন লিটন।

cattle smuggling

প্রসঙ্গত, অতীতেও কোচবিহারে গরু পাচার রুখতে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়েছে। তাতে প্রাণও গিয়েছে অনেকের। গত বছর আগস্ট মাসেই যেমন সামনে এসেছিল এমন একটি ঘটনা। সেবার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিলেন একদল পাচারকারী। বিষয়টি নজরে পড়তেই রুখে দাঁড়ায় বিএসএফ। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জানা যাচ্ছে, সেই সময় ধারালো অস্ত্র, লাঠি দিয়ে জওয়ানদের ওপর হামলা করেছিলেন পাচারকারীরা। নিজেদের আত্মরক্ষার খাতিরে বিএসএফ গুলি চালালে মৃত্যু হয়েছিল এক পাচারকারীর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর