বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় একের পর এক জামিন! সম্প্রতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। তার আগে অনুব্রত-কন্যা সুকন্যাকে জামিন দিয়েছিল আদালত। এবার অন্যতম অভিযুক্ত এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার ইডির মামলাতেও (Cattle Smuggling Case) জামিন পেলেন এই ব্যবসায়ী।
ইডির বিরোধিতা খারিজ করল আদালত (Cattle Smuggling Case)
জানা যাচ্ছে, এদিন এনামুল হকের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, ‘গরু পাচার মামলায় বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি এনামুল (Enamul Haque)। চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। মামলার সর্বোচ্চ শাস্তি ৭ বছর। সিবিআইয়ের মামলায় আগেই জামিন হয়েছে’। পাল্টা ইডির তরফ থেকে জামিনের আর্জির বিরোধিতা করা হলেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
গরু পাচার মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য। নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এই মামলাতেই বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি এনামুল। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় গরু পাচারের (Cattle Smuggling Case) পাশাপাশি হাওয়ালার মাধ্যমে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছিল এই ব্যবসায়ীর বিরুদ্ধে। সেই কারণে কেন্দ্রীয় এজেন্সি ইডি তাঁকে গ্রেফতার করে। অর্থপাচার প্রতিরোধী আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুনঃ শিল্প আনলেন মোদি, ধন্যবাদে ভরালেন দিদি, পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর
এর আগে এই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েছে সিবিআই। ২০২০ সালের নভেম্বর মাসে এনামুলকে গ্রেফতার করেছিল এই কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছিল, বেশ কয়েক বছর ধরেই নাকি তিনি সিবিআই স্ক্যানারে ছিলেন। যদিও সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন এই ব্যবসায়ী। এবার ইডির (Enforcement Directorate) মামলাতেও তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।
গত কয়েকদিনে গরু পাচার মামলায় একের পর এক ব্যক্তি জামিন পেয়েছেন। সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের পর এবার জেলমুক্তি হতে চলেছে এনামুলের। বর্তমানে এই মামলায় (Cattle Smuggling Case) স্রেফ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন জেলে রয়েছেন। তিহাড় জেলে বন্দি তিনি।
এদিকে শোনা যাচ্ছে, আজই তিহাড় থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত। জেল থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যেতে পারে। রাতেই রাজধানী থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন বলে খবর। আজ মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে বাংলায় ফিরতে পারেন কেষ্ট। আগামীকাল আবার বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিন তাঁর সঙ্গে অনুব্রতর দেখা হয় কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।