নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে CBI, নজরে ‘এই’ তৃণমূল নেতা!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই সঙ্গেই নাম জড়িয়েছে শাসকদলের একাধিক প্রভাবশালীর। এই দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়েছে এবং এর সঙ্গে কতজন জড়িত, এই নিয়ে এখনও তদন্ত করছেন গোয়েন্দারা। এই আবহে সামনে আসছে বড় খবর! ফের একবার এই মামলায় এক তৃণমূল (Trinamool Congress) নেতাকে জেরা করল সিবিআই।

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি!

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। তাঁকে জেরা করে বিভাস অধিকারী নামের এক তৃণমূল নেতার কথা জানতে পেরেছিলেন তদন্তকারীরা। তাঁর মাধ্যমে অনেককে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

এর আগেও বিভাসকে একাধিকবার তলব করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দফতরে তলব করে জেরা করা হয়। এবার ফের একবার তাঁকে ডাকা হল। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে নিউ টাউনের সিবিআই (CBI) দফতরে যান এই তৃণমূল নেতা। সূত্র মারফৎ এমনই খবর।

আরও পড়ুনঃ কাশ্মীরে হামলাকারী জঙ্গি আসলে পাক সেনার সদস্য? ‘পরিচয়’ ফাঁস হতেই তোলপাড় বিশ্ব

এদিন সিবিআই দফতরে প্রবেশ করার সময় বিভাসকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘নিয়োগ মামলা বিষয়ক কিছু তথ্য সিবিআই চেয়েছিল। সেগুলো জমা করতেই এসেছি’।

CBI Primary recruitment scam

সূত্র মারফৎ খবর, বিভাসের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী? নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তাঁর কী ভূমিকা ছিল? এসব বিষয়েই তাঁকে সিবিআই গোয়েন্দারা জেরা করবেন বলে খবর। এর আগে এই তৃণমূল নেতাকে একাধিকবার জেরা করার পাশাপাশি তদন্তকারীরা তাঁর বাড়ি থেকে একাধিক নথিও বাজেয়াপ্ত করেছিলেন।

উল্লেখ্য, বাংলার হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম হল নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam)। নাম জড়িয়েছে বহু হেভিওয়েটের, গ্রেফতারির সংখ্যাও একাধিক। এবার এই মামলাতেই তৃণমূল নেতাকে জেরা করলেন গোয়েন্দারা। সেখান থেকে এই মামলায় নয়া কোনও তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X