‘আপনি শুধু শুধু..,’ খুললো কপাল? পার্থর মামলায় যা বলল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য-রাজনীতি। এই মামলায় একের পর এক জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়,থেকে শুরু করে মানিক ভট্টাচার্যরা। অথচ কিছুতেই জামিন পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। উল্টে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সব জায়গায় তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কিং মেকার’ আখ্যা

এসবের মধ্যেই এবার শিক্ষক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে একের পর এক চাঞ্চল্যকর সওয়াল করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী। এদিন তিনি জোর গলায় দাবি করেন, ‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এখনও পর্যন্ত এই দুর্নীতির মামলায় যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই।’

তাই এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় প্রত্যেককে জামিন দেওয়ারও দাবি জানান আবেদনকারী আইনজীবী। এখানেই শেষ নয়, আদালতে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তাও তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নন। তাঁকে জামিন দেওয়া হোক।’

আরও পড়ুন: হাইকোর্টের চাপে ডিগবাজি খেল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! ২ বছর পর বাড়ল নম্বর

তবে এদিন সিবিআই-এর তরফে অত্যন্ত সংক্ষিপ্ত সওয়াল করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে ‘কিং মেকার’ আখ্যা দিয়ে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় আগামী ১৭ ডিসেম্বর বিস্তারিত সওয়াল করা হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। এবার এই মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে।

Partha Chatterjee

প্রসঙ্গত জামিন চাইতে গিয়ে আগেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনা শুনতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, গত সপ্তাহেও বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতেও বিচারকের কাছে ভর্ৎসিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে? তা ঠিক করার এক্তিয়ার কে দিয়েছে? সেই প্রশ্ন করেই পার্থর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর