সারদা মামলা : রাজীবের স্ত্রীকে ফেরও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বাংলা হান্ট ডেস্ক : টানা দশদিন ম্যারাথন দৌড়ের পর সারদা মামলায় রাজীব কুমারের এখনও অবধি খোঁজ পাননি সিবিআই আধিকারিকরা। তাই রাজীবের খোঁজ পেতে কলকাতার পাশাপাশি ভিন রাজ্যেও তল্লাশি করছে পুলিশ। সিবিআইয়ের দুঁদে অফিসারদের কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে রাজীবকে খোঁজ পেতে। রবিবার ছুটির দিনেও শহরের বিভিন্ন জায়গায় সিবিআই অফিসারদের পাঁচটি টিম খুঁজে বেড়াচ্ছে রাজীব কুমারকে। কিন্তু কোনো ফল হল না। অবশেষে এদিন দুপুরে আবারও রাজীবের পার্কস্ট্রীটের বাসভবনে হানা দেন সিবিআই আধিকারিকরা।

শনিবার রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর এবার রবিবার আবারও রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন প্রায় পনের মিনিট ধরে তাঁদের বাসভবনে ছিল সিবিআই। অবশেষে সেখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভারের দিকে চলে যায় দলটি। এবং অন্যটি আবার আলিপুরদুয়ারেও তল্লাশি চালায়।পাশাপাশি অন্য একটি দল ভবানী ভবনের দিকে রওনা হয়েছিল, যদিও সেখানে গিয়েছিল কি না তা স্পষ্ট্য নয়।Rajeev Kumar 1280x720 1

অন্যদিকে নিরাপত্তারক্ষী, আপ্ত সহায়ক ছাড়াও বেশ কয়েকজন তাঁবড় ব্যবসায়ীরাও রয়েছেন সিবিাইয়ের সন্দেহের তালিকায়। ইতিমধ্যেই রাজীবের ঘনিষ্ঠ এক বন্ধুকে চিঠি দিয়েছে সিবিআই। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। কারণ, যে জায়গায় রাজীব গা ঢাকা দিয়েছেন সেটি এমনই এক জায়গা যেখানে পৌঁছানটা সিবিআইয়ের পক্ষে সহজ হলেও বোধহয় খুঁজে বের করাটা অত্যন্ত কঠিন বলেই মনে করছে একাংশ।

অন্যদিকে শনিবার আলিপুর আদালতে তাঁর জামিনের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন রাজীব। তার ওপরে আবার রোজভ্যালি কাণ্ডে সিবিআই রাজীবকে তলব করেছে। এই সংক্রান্ত বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে তাঁর বাড়িতে। যদিও এখনও অবধি রাজীব নিখোঁজ।

সম্পর্কিত খবর