নিশীথ কাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য পুলিশ, আদালত অবমাননার মামলা CBI-এর

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (Central Bureau of Investigation) এবার আদালতে গেল রাজ্য পুলিশের বিরুদ্ধে। সিবিআইয়ের পক্ষ থেকে দায়ের করা হল আদালত অবমাননার মামলা। আদালত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়ে হামলার মামলাটির তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়।

কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। ওয়াকিবহুল মহল মনে করছে, রাজ্য পুলিশের বিরুদ্ধে এভাবে মামলার ঘটনায় সরকারের উপর চাপ বাড়বে।

বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনা ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপর মামলার রুজু করা হয় কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।

Nishith

বিজেপি শিবির পাল্টা দাবি করে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের দলের নেতাদের বিরুদ্ধে মামলা করছে। পুলিশের এরপর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে। আদালত এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ঘটনার রিপোর্ট প্রকাশ করতে আদেশ দেয়। সেই রিপোর্ট প্রকাশের পর হাইকোর্ট এই ঘটনার তদন্তভার তুলে দেয় সিবিআই এর হাতে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর