বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নাম উঠে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শিক্ষক কেলেঙ্কারি মামলায় কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই (CBI)। হাইকোর্টের এই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।
তবে শুক্রবার সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে হাই কোর্টের নির্দেশমতো ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। যার অর্থ অভিষেককে ২৫ লক্ষ টাকা দিতে হবে না।
মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই ধার্য হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সিবিআই (CBI) কিংবা ইডি চাইলে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর ঘটনাক্রমে সেই মামলা এজলাস পরিবর্তন হয়ে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তবে বিচারপতি সিনহাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন।
পাশাপাশি সিবিআই জিজ্ঞাসাবাদে একাধিকবার স্থগিতাদেশ চেয়ে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক এবং অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) দুজনকেই ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেন।
এরপর বিচারপতি অমৃতা সিংহের নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টেরই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেকের আইনজীবীরা। শুক্রবার সেই মামলার শুনানিতে জরিমানার নির্দেশের ওপর স্থগিতদেশ দিলেও জিজ্ঞাসাবাদের রায় বহাল রেখেছে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এ বিষয়ে কলকাতা হাই কোর্টের এই রায় যথেষ্ট ভারসাম্যের। তাই তাতে কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।