অনুব্রতর সমস্ত সম্পত্তির হদিশ পেতে তৎপর CBI-ED, রহস্যজনক ভাবে উঠে আসছে ‘ভোলে বাবা” নাম

বাংলাহান্ট ডেস্ক: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নাম জড়ানোর পর তার সমস্ত সম্পত্তি, আয় ব্যয়ের হিসাব, ব্যাংকের নথি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফে। সেই কারণে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ ডকুমেন্টস জমা দিয়েও এসেছিলেন নিজাম প্যালেসে। কিন্তু, তারপরেই সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের আইনজীবী সম্পত্তি ও আয় ব্যায়র হিসাব, ব্যাংক ডকুমেন্টস সংক্রান্ত নথি জমা দিলেও সেগুলি কেষ্টর মোট সম্পত্তির মাত্র এক তৃতীয়াংশ।

অনুব্রতের সব সম্পত্তির হদিস পেতে গত ১০ বছরে আয়কর দফতরে জমা দেওয়া অনুব্রতের হিসাবের সমস্ত তথ্য বিশদে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে ইডি ও সিবিআইয়ের তরফে। এই অবস্থায় গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে, সিবিআই ও ইডি আধিকারিকদের কাছে উঠে এসেছে ‘ভোলে বাবা’র নাম। জানা গিয়েছে, অনুব্রত যে সমস্ত সম্পত্তির হিসাব দিয়েছেন, তার সবই রয়েছে ‘ভোলে বাবা’র নামে এবং অন্যান্য সম্পত্তির বেশির ভাগই তাঁর প্রয়াত স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যার নামে রয়েছে।

সিবিআই সূত্রের খবর, অনুব্রত ইতিমধ্যেই বীরভূম ও পুরুলিয়ার বেশ কয়েকটি চালকল ও তেলকল সহ ২৬টি সম্পত্তির হিসাব দাখিল করেছেন। অনুব্রতের আরও অনেক চালকল ও তেলকল রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহ। সেই কারণে বীরভূম ও আশপাশের জেলায় ‘ভোলে বাবা’র নামে চিহ্নিত চালকল, তেলকল-সহ বিভিন্ন সম্পত্তির মালিকানার বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই এবং ইডি। তদন্তকারীদের সূত্র জানাচ্ছেন, ওই নেতার দাখিল করা হিসাবে বহু সম্পত্তিতে কোনও-না-কোনও ভাবে ‘ভোলে বাবা’ নামটি রয়েছে। তাই ওই নামের ভিত্তিতে সব সম্পত্তির খোঁজ নেওয়া হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, বীরভূমের মহম্মদবাজারে ‘ক্রাশার’ দিয়ে পাথরকুচি তৈরির কারবারে প্রচুর টাকার বিনিয়োগ থাকতে পারে অনুব্রতের। এছাড়াও, শান্তিনিকেতনের রিসর্ট সহ বেনামেও অনেক সম্পত্তি থাকতে পারে তার। এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘অনুব্রত রামপুরহাটের এক জন ছোট মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর এত সম্পত্তি কী ভাবে হল, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।’’ পরিশেষে বলা যায়, গরু পাচার মামলায় ইডি অবশ্য এখনও পর্যন্ত অনুব্রতের কাছে কোনও নোটিস না পাঠালেও এনামূলের সূত্র ধরেই প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুও হয়েছে ইতিমধ্যে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর