বড় খবরঃ গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করল CBI, তুলকালাম বোলপুরে

বাংলাহান্ট ডেস্ক : গরুপাচার মামলার তদন্তে অনুব্রতকে আটক করল CBI। অবশেষে সাঙ্গ হলো ‘কেষ্টলীলা’। বৃহস্পতিবার সকালে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। উল্লেখ্য, টানা দশবার তলব করার পরেও কেন্দ্রীয় এজেন্সির জেরা এড়িয়েছিলেন কেষ্ট। সোমবার তাঁকে তলব করে CBI, ওই দিন কেষ্ট কলকাতাতে এলেও সিবিআইয়ের মুখোমুখি হননি।

সোমবার নিজাম প্যালেসে যাওয়ার বদলে সরাসরি SSKM-এ চলে যান অনুব্রত। যদিও, হাসপাতালও তাঁকে রক্ষাকবচ দেয়নি। এরপর সিবিআইয়ের মুখোমুখি না হয়েই বাড়ি ফিরে যান কেষ্ট। সোমবারের পর মঙ্গলবার বাদ দিয়ে ফের বুধে অনুব্রতকে তলব করে সিবিআই।

যদিও, বুধেও হাজিরা দেননি তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। বরঞ্চ তিনি নিজেকে অসুস্থ প্রপমান করতে বাড়িতেই সরকারি চিকিৎসককে নিয়ে আসেন। আর এই নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। সরকারি চিকিৎসক অনুব্রতকে সাদা কাগজে বেড রেস্ট লিখে দেন। এরপর বিতর্ক ছড়াতেই সাফাই দেন সেই চিকিৎসক। চিকিৎসক জানান যে, তিনি বোলপুরেই থাকেন তাই এই নির্দেশ তাঁর দ্বারা অমান্য করা সম্ভব নয়।

এরপর বৃহস্পতিবার ভোর রাত থেকেই অনুব্রতর বোলপুরের বাড়ির আশেপাশে ঘিরে ফেলে CRPF জওয়ানরা। সকালে অনুব্রতর বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। এরপরই অসহযোগিতার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে গাড়ি করে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। তাঁকে সরকারি হাসপাতালে চেকআপ করিয়ে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর