নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়! এবার এমন ব্যক্তিকে গ্রেফতার করল CBI, শোরগোল রাজ্যে

   

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে শিক্ষক দুর্নীতিতে (Recruitment Scam) তোলপাড় গোটা রাজ্য। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। আদালতে চলছে একাধিক মামলা। এরই মধ্যে এবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে আরেক জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার গ্রেফতার আরেক পার্থ।

জানা যাচ্ছে কিছুদিন আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল পার্থ সেনকে। তার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সোমবার কলকাতায় সিবিআই অফিসে তলব করা হয়েছিল। আজ তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের দাবি, নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র (OMR Sheet) মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি।

আরও পড়ুন: অভিষেকের আপ্তসহায়কের আবেদন খারিজ! উল্টে ED-কে যা নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট…

omr cbi

সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসে ওই সংস্থার দুই আধিকারিকের হাওড়ার দাশনগরে কৌশিক মাজি এবং সল্টলেকের সৌরভ মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। বহুক্ষণ ধরে চলে তল্লাশি। বেশ কিছু নথি পত্র, কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছিল সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর