বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। বহু দিন ধরেই এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন তিনি আর এদিন দীর্ঘ ম্যারাথন জেরার পরে অবশেষে তাঁকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতিপূর্ণ মন্তব্য মেলায় অবশেষে গ্রেফতার হতে হল তাঁকে।
বেশ কয়েক মাস ধরেই গরু পাচার মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকেও জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যেতে হয় সিবিআই অফিসে। তবে এই মামলায় অনুব্রত মণ্ডল এবং সিবিআই এর মধ্যে দ্বন্দ্ব ছিল চোখে পড়ার মতো। একাধিক তলব মাঝেও বহু ক্ষেত্রেই সিবিআই অফিসে হাজিরা এড়ান তৃণমূল নেতা। তবে শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর ঘনিষ্ঠ এবং দেহরক্ষীদেরও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তার মধ্যে অন্যতম ব্যক্তি হলেন সায়গল হোসেন।
প্রসঙ্গত, অতীতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব মুখে পড়তে হয় সায়গলকে। তবে এর মাঝে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর কন্যার। এর পরে অবশ্য নতুন করে এক বিতর্ক জন্ম নেয়। যেখানে বিরোধী দলগুলি বলতে থাকে যে, আসলে অনুব্রতর দেহরক্ষী অনেক বিষয় সম্পর্কে জানে আর সেই কারণেই তাঁর ওপর এহেন হামলা ঘটানো হয়েছে।
যদিও এরপরেও সমন এড়াতে পারেননি তিনি এবং এদিন পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। সিবিআই সূত্রে খবর, এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্নের উত্তরে অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেন অনুব্রতর দেহরক্ষী আর অবশেষে এই সকল অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।