জেলমুক্তি হল না! এবার CBI-এর হাতে গ্রেফতার কালীঘাটের কাকু

বাংলা হান্ট ডেস্কঃ জেলমুক্তি হল না কালীঘাটের কাকুর (Kalighater Kaku)! সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এরপর থেকেই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিল সিবিআই (CBI)। অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল এই কেন্দ্রীয় এজেন্সি।

জেলমুক্তির আগেই ঝটকা খেলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku)!

ইডি এবং সিবিআই, নিয়োগ দুর্নীতি মামলায় দুই কেন্দ্রীয় এজেন্সিই তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra)। সেই মামলায় সম্প্রতি তিনি জামিন পান। এরপর ‘আসরে’ নামে সিবিআই।

‘কাকু’কে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে এই কেন্দ্রীয় এজেন্সি। ফের গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তবে সম্প্রতি সেই আর্জি খারিজ করে দেয় উচ্চ আদালত। এরপরেই সামনে এল, সিবিআইয়ের হাতে গ্রেফতারির খবর।

আরও পড়ুনঃ অল্প হলেও বাড়ল DA! বছর শেষের আগেই সুখবর, ৩০০০ টাকা অবধি বাড়ল বেতন!

জানা যাচ্ছে, এদিন কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি আদালতে পেশ করার পরেই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে গ্রেফতারের নথি পেশ করা হয়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই (CBI)। সুজয়কৃষ্ণর আইনজীবী এর জোরালো বিরোধিতা করেন বলে খবর।

kalighater kaku

এদিকে গতকালই সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী হাইকোর্টে বলেছিলেন, ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের বিরুদ্ধে নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। এর মানে ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ফলে যে কোনও সময় কেন্দ্রীয় এজেন্সি ‘কাকু’কে হেফাজতে নিতে পারে বলে দাবি করা হয়।

সিবিআইয়ের আইনজীবীর এই মন্তব্যের পরেই নানান মহলে ধারণা করা হয়, কালীঘাটের কাকুর (Kalighater Kaku) গ্রেফতার হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা! অবশেষে ঠিক তেমনটাই হল! মঙ্গলবার সুজয়কৃষ্ণকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হতেই তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর