নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার! আরও বিপদ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের?

বাংলা হান্ট ডেস্কঃ গতকালই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই একই দিনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে (Santu Ganguli) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। অভিযোগ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ‘এজেন্ট’ হিসাবে কাজ করতেন এই সন্তু।

সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা জমা পড়েছে ‘এজেন্ট’ সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। এর আগেও অবশ্য সন্তুর বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে নাম ছিল সন্তুর। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ এনেছিল ইডিও।

এর আগে সন্তুকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-রও ঘনিষ্ঠ ছিলেন বেহালাবাসী সন্তু। উল্লেখ্য, সন্তু পার্থের বিধানসভা এলাকা বেহালার বাসিন্দা। এক সময় তিনি তৃণমূলের সঙ্গেও জড়িত ছিলেন।

আরও পড়ুন: শীত টাটা! ফের ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

প্রসঙ্গত, এর আগে পার্থ ঘনিষ্ঠ সন্তুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সূত্রের দাবি, প্রাথমিক দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতেও যোগ রয়েছে এই সন্তুর। সিবিআই সূত্রে খবর, আরেক তদন্তকারী সংস্থা ইডির কাছে সন্তুর কথা প্রথম বলেছিলেন অয়ন। প্রোমোটার অয়ন ইফি জেরায় জানিয়েছিলেন কুন্তলের কথায় তিনি সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন।

Enforcement Directorate ED officer arrested for taking bribe by CBI

আরও পড়ুন:এবারে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের DA! কত শতাংশ? সামনে বড় আপডেট

অয়নের কথার সূত্র ধরেই দুর্নীতির টাকার হদিস পেতে এর আগে সন্তুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তবে তেমন কিছুই পাওয়া যায়নি। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সন্তুকে জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে আসে বলে জানা যায়। এরপর পরই CBI-র একটি দল প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র সহ মোট তিন অভিযুক্তকে জেরাও করে। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সন্তুকেও। এবার গ্রেফতার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর