গ্রেফতার শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা! SSC মামলায় বড় পদক্ষেপ CBI-র

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) মামলায় অবশেষে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha)। একইসঙ্গে অশোক সাহাকেও এদিন গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই ক্রমশ তদন্তের জাল গোটানোর পথে সিবিআই। অতীতে একাধিকবার শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা সংস্থা। এদিনও জেরার জন্য তাঁর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন গ্রেফতার করলো তারা।

এসএসসি দুর্নীতি মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। পরবর্তীতে এই মামলায় অন্তর্ভুক্তি ঘটে ইডির। সম্প্রতি এ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। অবশেষে এদিন প্রথমবারের জন্য কোনও অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই।

সূত্রের খবর, আগামীকাল শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে আদালতে পেশ করার মাধ্যমে সিবিআই হেফাজতে চাওয়া হবে। অতীতেও একাধিকবার নিজাম প্যালেসের পাশাপাশি শান্তি প্রসাদ সিনহার বাড়ি গিয়ে তাঁকে জেরা করে সিবিআই। সূত্রের খবর, জেরার প্রথম থেকেই শান্তি প্রসাদ এবং অশোক সাহা মিলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত করতে থাকে। ফলে তদন্তে অসহযোগিতা এবং অসঙ্গতিপূর্ণ জবাব দেওয়ার জন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

এর মাঝে তৃণমূল কংগ্রেস নেতা মানিক ভট্টাচার্যকেও তলব করেছে সিবিআই। ফলে এই মামলায় তাদের পরবর্তী পদক্ষেপ কি হয়, আপাতত সেদিকে তাকিয়ে সকলে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর