SSC কাণ্ডে নয়া মোড়! সিবিআইয়ের হাতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Conmission) সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্তের জাল ক্রমশ গোটানোর পথে সিবিআই (CBI)। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর এবার তাদের জালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। এদিন এসএসসির প্রাক্তন এই চেয়ারম্যানকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন মামলায় অতীতেই প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়নার মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে শান্তি প্রসাদ সিনহা এবং কল্যানময় গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি একাধিক শিক্ষা আধিকারিকদের হেফাজতে নেয় CBI। এবার অবশেষে তাদের জালে ধরা পড়লেন সুবীরেশ ভট্টাচার্য।

অতীতেও এই মামলায় সুবীরেশকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর কলকাতার ফ্ল্যাটটিকে সিল করে তদন্তকারী অফিসাররা। আর এদিন অবশেষে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিলো সিবিআই।

উল্লেখ্য, বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারের হিল ইউনিভার্সিটির উপাচার্য পদেও নিযুক্ত রয়েছেন সুবীরেশ। সিবিআই সূত্রে খবর, অতীতে জিজ্ঞাসাবাদের সময় সুবীরেশের পক্ষ থেকে সহযোগিতা করা তো দূরের কথা, বরং তথ্য গোপনের পাশাপাশি তাদের বিভ্রান্ত করে চলেছিলেন তিনি। সেই কারণেই অবশেষে এদিন তাঁকে গ্রেফতার করা হল।

প্রসঙ্গত, এসএসসির সভাপতি পদে থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ সামনে আসে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত বাগ কমিটির রিপোর্টে উঠে আসে তাঁর নাম। মোট ৩৮১ টি ‘ভুয়ো’ নিয়োগে নাম জড়ানোর পরে সিবিআইয়ের নজরে আসেন সুবীরেশ। এমনকি, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

Subiresh

ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন যে, দুর্নীতি মামলায় তাঁর কোনো যোগসূত্র নেই। এক্ষেত্রে তাঁর কাছে যে সকল ফাইল পৌঁছে দেওয়া হতো, তিনি কেবল সেগুলিতেই সই করে দিতেন। এর মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করার মাধ্যমে পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর