বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে শিরোনামে রয়েছে কয়লা পাচার মামলা (Bengal Coal Scam)। ২০২০ সাল থেকে এই কাণ্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (Central Bureau of Investigation)। ইতিমধ্যেই এই মামলায় জড়িত সম্বন্ধে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই মামলাতেই আরও তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।
কয়লা পাচার মামলার তদন্ত শুরু হয়েছে প্রায় ৪ বছর হতে চলল। তবে এখনও এই মামলার (Coal Scam Case) শেষ অবধি পৌঁছতে পারেনি CBI। তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়লা পাচারের শিকড়ে পৌঁছনোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার যেমন ECL-র প্রাক্তন জিএম সহ অমিত কুমার ধর সহ দু’জন কয়লা কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
কয়লা পাচার মামলার সূত্রে এই তিনজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। এরপর তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করে CBI। বুধবার ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ CBI আদালতের (Asansol Special CBI Court) উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুনঃ TET-র প্রশ্ন ভুল মামলায় নয়া মোড়! কী রায় দিল কলকাতা হাই কোর্ট?
উল্লেখ্য, মে মাসে কয়লা পাচার মামলার চার্জ গঠন করার কথা ছিল। তবে সেদিন তিনজন অভিযুক্ত উপস্থিত না থাকার কারণে চার্জ গঠন করা যায়নি। সেই সময় এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা বলেন, ‘CBI-র পেশ করা চার্জশিটের কপি আমাদের দেওয়া হয়েছে। তবে সেটা এতটাই বড় যে পুরোটা পড়ে ওঠা যায়নি। আর বাকি তিনজন অভিযুক্ত উপস্থিত ছিলেন না’।
সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর পরবর্তী শুনানির দিন সকলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এমনকি যদি কেউ অসুস্থ থাকে, তাহলে প্রয়োজন পড়লে অ্যাম্বুলেন্স করে তাঁকে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২ জুলাই এই মামলায় চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাঝেই এবার আরও তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। এরপর তদন্তের মোড় কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।