বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ড (RG Kar Case) নিয়ে বিগত আগস্ট মাস থেকে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। এবার সামনে আসছে নয়া তথ্য! সিবিআইয়ের (CBI) স্ট্যাটাস কো-রিপোর্টে পাওয়া গিয়েছে তথ্য প্রমাণ লোপাটের আভাস।
আরজি কর মামলায় (RG Kar Case) নয়া মোড়?
আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে শিরোনামে উঠে এসেছে আরজি কর মামলায় সিবিআইয়ের স্ট্যাটাস কো রিপোর্ট। ইতিমধ্যেই তা শিয়ালদহ আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম যদি ফেরত দেওয়া হয়, তাহলে তথ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা রয়েছে।
আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তকারী সংস্থার দাবি, অভিজিতের সিম এই মামলার তদন্তের জন্য অত্যন্ত জরুরি। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। যদি সিম ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সিডিআর মেলাতে অসুবিধা হতে পারে। স্বাভাবিকভাবেই সিবিআইয়ের এই রিপোর্ট সামনে আসার পর জোর শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে ব্যাপক রদবদল? খোদ মমতার কথাতেই জল্পনা শুরু
কারণ সিবিআইয়ের রিপোর্টে কার্যত দাবি করা হয়েছে, অভিজিৎ মণ্ডলের (Abhijit Mondal) সিমে ‘রহস্যের চাবিকাঠি’ নিহিত আছে। আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, এমনটাই দাবি করেছে সিবিআই রিপোর্ট।
উল্লেখ্য, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও ৯০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে চার্জশিট না দেওয়ায় দু’জনেই জামিন পেয়ে যান। তবে অভিজিৎ মণ্ডলের সিম এখনও গোয়েন্দাদের কাছেই রয়েছে।
সেই সিম ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হন টালা থানার প্রাক্তন ওসি। সিবিআইয়ের তরফ থেকে তার বিরোধিতা করা হয়। স্ট্যাটাস কো-রিপোর্টে জানানো হয়েছে, আরজি কর মামলার (RG Kar Case) তদন্তের জন্য এই সিম খুব জরুরি। ফেরত দিয়ে দেওয়া হলে সিডিআর মেলাতে সমস্যা হতে পারে। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শীঘ্রই এই বিষয়ে অতিরিক্ত চার্জশিট দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।