সারদা মামলা: দেবযানীর পর রাজীবের আপ্ত সহায়ককে তলব সিবিআইয়ের

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ সাত বছর পর অবশেষে সারদা মামলা নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই। সারদার সমস্ত তথ্য প্রমান লোপাটের অভিযোগ উঠেছে রাজীব কুমারের বিরুদ্ধে। আর সিবিআই সেই সারদা মামলা তদন্তের জন্য রাজীব কুমারকে তলব করে তদন্তের গতিপ্রকৃতি দ্রুত শেষ করতে চায়। কিন্তু এখনও অবধি পালিয়ে বেড়াচ্ছেন রাজীব কুমার। পাশাপাশি তিনি তথ্য প্রমান লোপাট করেননি বলেই দাবি করেছেন আইনজীবি। কিন্তু শুক্রবার রাজবী কুমারের হাতে সারদার সমস্ত তথ্য ও নথিপত্র তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন দেবযানী মুখোপাধ্যায়। তাই এবার দেবযানীর পর রাজীবের আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। জিজ্ঞাসাবাদর জন্য শুভমকে ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

শুধু শুভমকেই নয় রাজীবের 2 দেহরক্ষী ও ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠিয়েছে সিবিআই। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সারদা মামলার সংক্রান্ত আরও কিছু নথি ও তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি তাঁদের থেকে রাজীবের কোনো খোঁজ পাওয়ারও চেষ্টা করছে আধিকারিকরা।শনিবারই সিজিও কমপ্লেক্সে রাজীবের স্ত্রী, আপ্ত সহায়ক, ও দুই দেহরক্ষীর হাজিরা দেওয়ার কথা। অন্যদিকে শুক্রবার দেবযানী মুখোপাধ্যায়কে টানা বেশ কয়েক ঘন্টার ম্যারাথন জেরা করে সিবিআই লাল ডায়েরির রহস্য উদ্বঘাটন করতে পেরেছে। সেই লাল ডায়েরিতেই নাকি সারদার সমস্য তথ্য লেখা থাকত বলে জানিয়েছেন সুদীপ্ত সেন সহায়ক দেবযানী মুখোপাধ্যায়। পাশাপাশি দেবযানীকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সারদার জন্য বিভিন্ন থানায় টাকা দিতে হত। থানার পাশাপাশি পুলিশকর্মীদেরও টাকা দিতে হত। দেবযানীর এই স্বীকারোক্তির পর সেই পুলিশের তালিকায় রাজীব কুমার আছেন কি না তাও জানার চেষ্টা করা হচ্ছে।

   

সম্পর্কিত খবর