‘জাগো বাংলা’-র অ্যাকাউন্ট ভরেছে সারদার টাকায়, জানতে CBI জেরা

বাংলা হান্ট ডেস্ক : গত ২৫ জুলাই সিবিআই তলব হয়েছিল ডেরেকের।সারদাকাণ্ডের তদন্তে তলব পেয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন।

দেখা যায় শুক্রবার বেলা ২.৩০ নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র অ্যাকাউন্টে সারদার টাকা কী থাকে,তার জানতে তাঁকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

তলবের জবাবে তিনি জানিয়েছিলেন, সংসদের অধিবেশন শেষ হলেই হাজিরা দেবেন তিনি। সেই মতো শুক্রবার তিনি পৌঁছন সিবিআই দফতরে। 
সিবিআই সূত্রের খবর, সেই সময় ‘জাগো বাংলা’-র সম্পাদক ছিলেন সুব্রত বক্সি। প্রকাশক ছিলেন ডেকের। জাগো বাংলার অ্যাকাউন্টে লেনদেনের যাবতীয় নথি তাঁকে জমা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে যদিও তিনি এদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


সম্পর্কিত খবর