ভোটের আগে একসঙ্গে ৩০ তৃণমূল নেতাকে তলব CBI-র, তালিকায় কারা? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দুবছর ধরে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। আদালতে চলছে মামলা। এরই মাঝে এবার লোকসভা ভোটের আগে একজোটে ৩০ জন তৃণমূল নেতাকে (TMC Leader’s) তলব করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI)।

কী জানা যাচ্ছে? সূত্রের খবব, ৩ বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজ সহ আরও ৩০ জন নেতা, কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। গোটা ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিকাশ বেজ।

সূত্র মারফত জানা গিয়েছে, গত মার্চ মাসে দুদফায় ৩০ জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় তারা কেউই হাজিরা দিতে পারবেন না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেয়।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর ৩০ মার্চ, কাঁথি ৩ নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। ফাঁকা মাঠ তেঝে উদ্ধার হয় তার নিথর দেহ। আদালতে মামলা উঠলে CBI তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। সেই মামলারই তদন্ত করছে সিবিআই।

cbi team in minakhan brick field

আরও পড়ুন: ‘একথা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়?’ কী এমন বলেছেন মোদী? এবার সর্বসমক্ষে ‘ফাঁস’ মমতার!

এই নিয়ে তৃণমূল নেতা বিকাশ বেজের দাবি, মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও ভোটের আগে উদ্দেশ্য নিয়ে তাদের তলব করা হয়েছে। যেই ৩০ জনকে ডেকে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে তাদের নাম নেই বলে দাবি ওই শাসকদলের নেতার। একদিকে ভূপতিনগরে NIA অভিযান, অন্যদিকে এরই মধ্যে ৩০ তৃণমূল নেতাকে তলোবের খবর সামনে আশায় শোরগোল পড়ে গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর