বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই (CBI) এর স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। চাকরি কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় শুক্রবারই নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহায্যকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আর এদিনই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI. প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতেই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষ করেছিল ED. এবার সেই তালিকায় নাম যোগ হল তাপস সাহার।
চাকরি কেলেঙ্কারি মামলায় তাপসকে এদিনই নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও এই প্রথম নয়, এর আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার তলব। এদিন বেলা ১১টা নাগাদ নিজামের সিবিআই দফতরে পৌঁছন তাপসবাবু। ঢোকার সময় সংবাদমাধ্যমের প্রশ্নে বিধায়ক বলেন, “আমায় ফের ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।”
তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার বিষয়ে সিবিআই এখনও কিছু জানায় নি। এই বিষয়ে তার আইনজীবী বলেন, বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। শারীরিকভাবে উনি অসুস্থ। তারপরও আগের মতোই তার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন বলে জানান আইনজীবী।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাপস-ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই সূত্রেই এবার তৃণমূল বিধায়কেরও কণ্ঠস্বরের নমুনা নেওয়া হল। সূত্রের খবর এক ফোন কথোপকথনের একটি রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে। তার সত্যতা যাচাই করতেই এই নমুনা সংগ্রহ করা হল।
আরও পড়ুন: গরমের অস্বস্তি কাটিয়ে ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতায় কখন শুরু? আবহাওয়ার খবর
শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ টানা দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে যান তাপস সাহা। সূত্রের খবর, তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত জেরার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালায় CBI। তাপসের বাড়ি ছাড়াও তার অফিস, আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। তাপসবাবুর ২ টি ফোন-সহ একাধিক নথি নেন তদন্তকারীরা।
তাপসের বিরুদ্ধে বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল। পুকুরপাড়ে বেশ কিছু প্রমাণও মিলেছিল। পরে সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল সিবিআই। যদিও তাপসের বাড়ি থেকে সেরম কিছু মেলেনি। ১৫ ঘণ্টার তল্লাশির পর খালি হাতেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।
সিবিআই আগেই একাধিকবার তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তোলে। গত বছর তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এজেন্সি।