সাত সকালে গরু, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হানা CBI-এর

বাংলা হান্ট ডেস্কঃ সকাল সকাল গরু, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল (All India tinamool congress) নেতার বাড়িতে হানা সিবিআই-এর অফিসারদের। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর (Vinay Mishra) বাড়িতে সিবিআই তল্লাশিতে সরগরম রাজ্য রাজনীতি। প্রাপ্ত খবর অনুযায়ী, পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র রাজ্য সরকারের তরফ থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তাও পান।

https://youtu.be/sU9uBMOki0I

CBI সুত্র অনুযায়ী, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক ও BSF জওয়ান সতীশ কুমারকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আজ সকালে প্রভাবশালী তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি শুরু করেছে CBI। বিনয় মিশ্রর লেকটাউনের ফ্ল্যাট, রাসবিহারী গুরুদ্বারার পিছনের বাড়ি আর চেতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

সুত্র অনুযায়ী, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের একটি লাল ডায়েরি রয়েছে। সেখানে অনেক প্রভাবশালী নেতাদের কর্মকাণ্ড লেখা আছে। সেই ডায়েরির তল্লাশি চালাচ্ছে তারা। সেই ডায়েরি হাতে পেলে তদন্ত অনেক এগিয়ে যাবে বলে আশা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর