SSC-র প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের! প্রকাশ্যে একাধিক গুরুত্বপূর্ণ নথি

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) থেকে প্রাথমিক টেট (Primary Tet) দুর্নীতি, একের পর এক মামলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা তুঙ্গে। দুর্নীতির মূল উৎস বের করতে বদ্ধপরিকর সিবিআই (CBI)। বর্তমানে তাদের নজরে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষা আধিকারিক, যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattachatya)। সম্প্রতি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যে সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই; সেই সময় তাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ নথি এসেছে বলে খবর।

নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বর্তমানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা গ্রেফতার হওয়ার পাশাপাশি তদন্তকারী অফিসারদের র‍্যাডারে উঠে এসেছেন অনেকেই আর বর্তমানে সেই তালিকায় যুক্ত হয়েছে সুবীরেশ ভট্টাচার্যের নাম। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়াও বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের শীর্ষে রয়েছেন সুবীরেশ। অতীতে দীর্ঘ সময় ধরে স্কুল সার্ভিস কমিশনের সভাপতি পদেও নিযুক্ত ছিলেন তিনি আর এবার তাঁর বিরুদ্ধেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় উঠেপড়ে বসেছে সিবিআই।

   

গত বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রওনা দেয় সিবিআই-এর একটি টিম। সেখানে এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশের অফিসে গিয়ে দীর্ঘ ১০ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে উক্ত বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন কর্মীকে তলব করে তারা। অপরদিকে, তদন্তকারী অফিসারদের আরো একটি টিম রওনা দেয় সুবীরেশের ফ্ল্যাটে এবং পরবর্তীতে সেটিকে সিল করে দেওয়া হয়।

সিবিআই সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে কলকাতায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো গত বৃহস্পতিবার কলকাতায় আসলে সুবীরেশকে সঙ্গে নিয়েই তাঁর কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে গিয়ে রাতভর তল্লাশি চালায় সিবিআই। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে খবর।

cbi 4 1

উল্লেখ্য, এসএসসির সভাপতি পদে থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ সামনে আছে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত বাগ কমিটির রিপোর্টে উঠে আসে তাঁর নাম। মোট ৩৮১ টি ‘ভুয়ো’ নিয়োগে নাম জড়ানোর পরেও সিবিআইয়ের নজরে আসেন সুবীরেশ। এমনকি, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মূল উৎস খুঁজতে মরিয়া সিবিআই।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর